IBPS Clerk Recruitment 2023: প্রকাশিত হয়েছে IBPS Clerk Recruitment 2023–2024 Notification। এই নোটিফিকেশন প্রকাশ করেছে Institute of Banking Personnel Selection (IBPS)। আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার দিনও ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে ১ জুলাই থেকে। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। শোনা যাচ্ছে, ২১ জুলাই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আইবিপিএস- এর আওতায় ক্লার্ক নিযুক্ত করার জন্য অংশগ্রহণকারী সমস্ত ব্যাঙ্কে কমন রিক্রুটমেন্ট প্রসেস চলে। সেই ভিত্তিতেই এই শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর তাই বলা হচ্ছে, প্রকাশিত রেজিস্ট্রেশনের দিনক্ষণ টেনটেটিভ অর্থাৎ আপাতত এই তারিখ ধরেই এগনো উচিত। পরবর্তী সময়ে দিনক্ষণ বদলও হতে পারে।
প্রিলিমস এবং মেন পরীক্ষার সময় বা দিন
অনলাইনেই হবে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষা। অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জুড়ে চলবে পরীক্ষা। প্রি-এক্সামিনেশন ট্রেনিংও হবে অগস্ট মাসেই। আর সেই মাসেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। আপাতত আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্টের ক্ষেত্রে টেনটেটিভ যে অনলাইন রেজিস্ট্রেশন নোটিফিকেশন প্রকাশ্যে এসেছে সেখানে পরীক্ষার্থীদের কত টাকা দিতে হবে, ফর্ম এডিট এবং খুঁটিনাটি পরিবর্তনের ব্যাপারে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। অগস্ট মাসে প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রিলিমস পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।
আইবিপিএস ক্লার্ক মেন পরীক্ষা হতে পারে অক্টোবর মাসে। যাঁরা প্রিলিমস পরীক্ষায় পাশ করবেন, তাঁরাই মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে মেন টেস্ট অ্যাডমিট কার্ড পাওয়া যেতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে সফল চাকরিপ্রার্থীদের provisional allocation দেওয়া হবে। প্রিলিমস বা প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। আর মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের। এই বছরই হবে পরীক্ষা।
Agniveer Recruitment 2023: ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর ০২/২০২৩ এম আরা পোস্ট নভেম্বর ব্যাচের জন্য নিয়োগ শুরু হয়েছে। ২৬ জুন শুরু হয়েছে আবেদনপত্র জমা। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুলাই৷ প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল সাইটে joinindiannavy.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন৷ প্রতিষ্ঠানে ৩৫টি পদ পূরণের জন্য এই নিয়োগ অভিযান চলছে। কেবল অবিবাহিত পুরুষ ও অবিবাহিত মহিলা প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর হিসাবে তালিকাভুক্ত হতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্ম ১ নভেম্বর,২০০২ থেকে ৩০ এপ্রিল ২০০৬-এর মধ্যে হতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের স্কুল শিক্ষা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে। অন্যথায় সুযোগ পাবেন না আবেদনকারীরা। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সরকারি বিজ্ঞাপন দেখে নিতে হবে।
আরও পড়ুন- আত্মত্যাগ, নৈকট্য লাভের শিক্ষা দেয় ইদ-উল-আজহা
Education Loan Information:
Calculate Education Loan EMI