নয়াদিল্লি: প্রকাশিত হল IBPS RRB Clerk প্রিলিম পরীক্ষার ফল। আজ ৮ সেপ্টেম্বর ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিশিয়াল ওয়েবসাইট ibps.in-এ রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে সাইট থেকে।


IBPS RRB Clerk Score Card 2021 আজ প্রকাশিত হয়েছে। গত ৩ তারিখ ফল বেরিয়েছে IBPS RRB Group B Prelims-এর ফল। অগাস্টের ৮ ও ১৪ তারিখে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের প্রিলিম পরীক্ষা হয়। এবার যারা প্রিলিমে পাশ করবেন সেই পরীক্ষার্থীরাই মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। শীঘ্রই প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে মেন পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে জানানো হবে। চাকরিপ্রার্থীরা নিজেদের ফল জানতে হলে রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। নীচে ধাপে ধাপে কীভাবে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন তার বিস্তারিত বিবরণ দেওয়া হল।


IBPS RRB Clerk Score Card 2021: How to download here


 প্রথমে Institute of Banking Personnel Selection-এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in-এ যান।
এখানে ফ্ল্যাস মেসেজে হোম স্ক্রিনের প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করুন।
প্রয়োজনে অল্টারনেটিভ লিঙ্ক হিসাবে  IBPS RRB Clerk Score Card 2021-এখানে ক্লিক করতে পারেন।
এবার এখানে লগ ইন করতে রোল নম্বর, পাসওয়ার্ড বা জন্মের তারিখ দিতে হবে পরীক্ষার্থীকে।
পঞ্চম ধাপে IBPS RRB Clerk Score Card 2021-এর রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন আপনি। এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। 
ভবিষ্যতে কাজে লাগবে তাই ডাউনলোড রেজাল্ট প্রিন্টআউট করে নিন।


কবে মেন পরীক্ষার ঘোষণা হবে তা জানার আগেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত পরীক্ষার্থীদের। প্রিলিমস,মেন ও ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করে কর্তৃপক্ষ। তাই পুরোপুরি পারফরম্যান্সের ওপর ভরসা রাখুন। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত IBPS RRB Group B Office Assistant ও  Clerk পরীক্ষার ফল অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই এই পরীক্ষার রেজাল্ট নামিয়ে রাখতে হবে পরীক্ষার্থীদের।


Direct link to check IBPS RRB Clerk Prelims Scorecard 2021.   


Education Loan Information:

Calculate Education Loan EMI