IBPS RRB PO Result 2021: IBPS CRP-RRBs-X অফিসার পদের অনলাইন প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত, কীভাবে দেখবেন রেজাল্ট ?

https://www.ibps.in সাইটে গিয়ে পরীক্ষার ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।এবার প্রিলিমসে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মেন পরীক্ষায় বসতে পারবেন।আগামী ২৫ সেপ্টেম্বর মেন পরীক্ষা নেওয়া হবে।

Continues below advertisement


নয়াদিল্লি: প্রকাশিত হল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) CRP-RRBs-X-এর 'এ' গ্রেড অফিসার পদের পরীক্ষার ফল। অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই কমন রিক্রুটমেন্ট প্রসেসের রেজাল্ট।

Continues below advertisement

যে পরীক্ষার্থীরা CRP-RRBs-X গ্রেড-এ অফিসার পদের জন্য অনলাইন প্রিলিম পরীক্ষা দিয়েছেন, তাদের ফল https://www.ibps.in সাইটে প্রকাশিত হয়েছে। চলতি বছরের অগস্টের ১ ও ৭ তারিখ হয়েছিল এই প্রিলিমস পরীক্ষা। এবার প্রিলিমসে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মেন পরীক্ষায় বসতে পারবেন। আগামী ২৫ সেপ্টেম্বর ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর মেন পরীক্ষা নেওয়া হবে।

কীভাবে দেখবেন IBPS অফিসারদের প্রিলিমসের রেজাল্ট ?(How to check IBPS CRP-RRBs-X-Officers Scale I Result)

প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.ibps.in-এ 
যান। 
সাম্প্রতিক নোটিফিকেশনের দিকে নজর দিন। ওখানে প্রিলিমস পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্ক দেওয়া থাকবে। তাতে ক্লিক করুন।এবার আপনার সামনে একটা নতুন স্ক্রিন খুলে যাবে।
এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর অথবা পাসওয়ার্ড বা জন্মের তারিখ দিন। 
ক্যাপচা কোড জমা দিয়ে এবার লগ ইন বটনে ক্লিক করুন।
এখানে আপনার অফিসার স্কেল ওয়ানের রেজাল্ট দেখাবে। শেষে স্কোরকার্ডের একটা প্রিন্ট আউট বের করে নিন। এই কপি আপনার ভবিষ্যতে কাজে লাগবে।

দেশের ব্যাঙ্কিং সেক্টরের দিকে তাকালে দেখা যাবে, SBI বাদে বাকি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে নিয়োগের পরীক্ষার দায়িত্বে রয়েছে IBPS। দীর্ঘ সময় ধরে এই কাজ করে চলেছে সংস্থা। গত ২ বছর ধরে কোভিডের কারণে মারাত্মক ধাক্কা খায় বিভিন্ন নিয়োগের পরীক্ষা। বহু ক্ষেত্রে পিছিয়ে দিতে হয় গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ। এই পরীক্ষাগুলির তালিকায় অন্যান্য প্রবেশিকা পরীক্ষার পাশাপাশি ছিল একাধিক ব্যাঙ্কিং সেক্টরের পরীক্ষাও।তবে সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই একে একে শুরু হয়েছে পরীক্ষাগুলি। কোভিড বিধি মেনে দেশের বিভিন্ন সেন্টারে হচ্ছে এই পরীক্ষা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola