নয়া দিল্লি: ২০২২- এর ICSE, ISC পরীক্ষা শুরু হবে ২০২১-এই। ১৫ নভেম্বর থেকে শুরু হবে প্রথম সিমেস্টার, এমনটাই জানান হয়েছে। বুধবার পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল ICSE কাউন্সিল। ১৫ নভেম্বর থেকে শুরু ICSE পরীক্ষা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কোনও পরীক্ষা ১ ঘণ্টা, কোনওটার জন্য ধার্য হয়েছে দেড় ঘণ্টা। 


অন্যদিকে, ISC চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। করোনা আবহে দু’বার বোর্ডের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিমেস্টার হবে অনলাইনে। দ্বিতীয় সিমেস্টার হবে মার্চ বা এপ্রিলে। তা অনলাইন না অফলাইনে হবে, তা পরিস্থিতি বিচার করে ঠিক হবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিএসই কাউন্সিল। 


আইসিএসই-র অঙ্ক, হিন্দি, ইলেকটিভ বিষয় ও দ্বিতীয় ভাষায় দেড়ঘণ্টা সময় দেওয়া হলেও বাকি পরীক্ষাগুলিতে ১ ঘণ্টা সময় ধার্য করা হয়। আইসিএসই পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। নভেম্বরে প্রথম সিমেস্টার, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা। মার্চ-এপ্রিলে হবে বোর্ডের দ্বিতীয় সিমেস্টার।      


আরও পড়ুন, পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের


এদিকে, করোনাকালে এবার স্কুলে কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের ভার। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। পাশাপাশি কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক, জানিয়েছে সিলেবাস কমিটি। মঙ্গলবার কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। যেখানে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।    


এর আগেই আগামী মাধ্যমিকে সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২২-এ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ মাধ্যমিকের সিলেবাস কমানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে ICSE, ISC সিলেবাস কাটছাঁটের বিষয়ে এখনও কিছু জানায়নি কাউন্সিল।     
 


Education Loan Information:

Calculate Education Loan EMI