কলকাতা: আগামীকাল ICSE, ISC-র রেজাল্ট। কাল সকাল ১১টায় ফলপ্রকাশ হবে। results.cisce.org-এ জানা যাবে রেজাল্ট। ফলপ্রকাশের পর ১০ মে পর্যন্ত করা যাবে পুনর্মূল্যায়নের আবেদন। 


কীভাবে দেখবেন ফল?


CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট results.cisce.org , CAREERS পোর্টাল, DigiLocker পোর্টালে দেখা যাবে ফল।


ICSE-এর ফল দেখতে ICSE অপশনে ক্লিক করতে হবে। কোর্স সংক্রান্ত তথ্য সহ ICS-র ফল দেখতে ISC অপশনে ক্লিক করতে হবে।


এরপর ফল দেখতে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর, এবং ক্যাপচায় ক্লিক করতে হবে।


ICSE এবং ISC- এর রিচেক পদ্ধতি



  • http://cisce.org ওয়েবসাইটে গিয়ে পাবলিক সার্ভিস মেনুতে ক্লিক করতে হবে।

  • Login to CISCE Service Portal অপশনে ক্লিক করতে হবে। দিতে হবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড। যাঁদের অ্যাকাউন্ট নেই, তাঁরা Register Now অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন।

  • স্কুলের প্রধানও এই আবেদন করতে পারেন। সেক্ষেত্রে CAREERS পোর্টালে আবেদন করতে হবে।

  • ফলপ্রকাশের পর ৬ মে থেকে ১০ মে পর্যন্ত সংশ্লিষ্ট বছরের দুই পরীক্ষার ফল রিচেক করা যাবে।  

  • এই সংক্রান্ত সব আবেদনের ফল জানা যাবে ৪ সপ্তাহ পর।


কম্পার্টমেন্ট পরীক্ষা: ২০২৪ সাল থেকে ICSE এবং ISC- র কম্পার্টমেন্ট পরীক্ষার বন্ধ হয়ে যাবে


নম্বর পুনর্বিবেচনার জন্য পরীক্ষা: বোর্ড জানিয়েছে যেসব পরীক্ষার্থী নম্বর পুনর্বিবেচনার জন্য পুনরায় পরীক্ষা দিতে চায় তাঁরা সর্বোচ্চ যে কোনও দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছে বোর্ড।


আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। ৮ মে, বুধবার দুপুর ১টায় উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করবে। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করতে হবে wb12.abplive.com-এ। রোল নম্বর দিলেই জানা যাবে ফল। ফলপ্রকাশের দুদিন পর ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। ১০ মে থেকে অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: UPSC Success Story: শেষ সুযোগেই বাজিমাত, কীভাবে এবার UPSC-র চৌকাঠ পেরোলেন বাংলার মেয়ে পারমিতা


Education Loan Information:

Calculate Education Loan EMI