নয়া দিল্লি : কোভিডকালেও রয়েছে পরীক্ষার টেনশন ! শনিবার ৮ মে Company Secretary Executive Entrance Test (CSEET)-এর পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। অনলাইনের ঝক্কি সহজ করতে রইল পরীক্ষার্থীদের জন্য কিছু গাইডলাইন।
সাধারণ পরীক্ষার থেকে অনেকটাই আলাদা। এবার রিমোট প্রোকটরড মোডে হবে (CSEET) পরীক্ষা। যার জন্য আগেভাগেই পরীক্ষার্থীদের সতর্ক করেছে Institute of company secretaries in India (ICSI)। অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে বেশ কিছু গাইডলাইন। বলা হয়েছে, নির্দিষ্ট নির্দেশিকা মানলে সমস্যায় পড়তে হবে না পরীক্ষার্থীদের।
ICSI-এর তরফে বলা হয়েছে, পরীক্ষার ১৫ মিনিট আগে যেন পরীক্ষার্থীরা সিস্টেমে লগ ইন করে ফেলেন। ইমেল, এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীদের লগ ইন পাসওয়ার্ড পাঠাবে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের সেই ক্রেডেনশিয়াল দিয়েই লগ ইন করতে হবে সাইটে। পরীক্ষার আগেই সেফ এক্সাম ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীদের। ল্যাপটপ বা ডেক্সটপে এই ব্রাউজার ডাউনলোড করা বাধ্যতামূলক। তবেই CSEET পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।
সব মিলিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১২০ মিনিট পাবেন পরীক্ষার্থীরা। এখানে বিস্তারিত বিবরণ লেখার কোনও সুযোগ থাকবে না পরীক্ষার্থীদের। পুরো পরীক্ষাই হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা MCQ আদলে। মোট ২০০ নম্বরের এই পরীক্ষায় থাকবে ১৪০টি প্রশ্ন। আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে গাইডলাইন পড়ে নিতে হবে পরীক্ষার্থীদের। এমনিতে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই MCQ মডেলই মানা হয়।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?
১ প্রথমেই icsi.edu সাইটে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।
২ পরবর্তী পদক্ষেপ মেনে হোমপেজে CSEET লিঙ্কে ক্লিক করতে হবে
৩ এরপরই অ্যাডমিট কার্ডের লিঙ্কের জন্য (ICSI)-এর CSEET-র ২০২১ সালের লিঙ্কে ক্লিক করুন।
৪ নতুন একটা পেজ খুলে যাবে আপনার ডিসপ্লে স্ক্রিনে
৫ আপনার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করুন
৬ এখানেই আপনার অ্যাডমিট কার্ড দেখতে পাবেন আপনি।
৭ নিজের কাছে ওই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট রাখুন। ভবিষ্যতে এটা আপনার কাজে আসতে পারে।
Education Loan Information:
Calculate Education Loan EMI