কলকাতা: ৫ বছরের ছোট্ট ছেলেটাকে প্রথম যখন কোলে নিয়েছিলেন, সেই অনুভূতি মনে পড়ে আজও। দেখতে দেখতে পেরিয়ে গেল আরও পাঁচটা বছর। ১০ বছর বয়স হয়েছে সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়ের (Jojo Mukherjee)-র একমাত্র পুত্র আদি-র। সোশ্যাল মিডিয়ায় তাই আদির একগুচ্ছ ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সঙ্গীতশিল্পী। তবে আজ আদির জন্মদিন হলেও হবে না কোনও উদযাপন। কাজের দিনে জন্মদিন পড়ায় আদির আজ স্কুলে পরীক্ষা রয়েছে। কাজ রয়েছে জোজোর নিজেরও। সকাল সকাল স্টুডিওতে বেরিয়ে এসেছেন তিনি। তবে সপ্তাহান্তে অবশ্যই ছেলেকে নিয়ে উদযাপন করবেন বলেই জানিয়েছেন জোজো। 


সোশ্যাল মিডিয়ায় আদিকে নিয়ে একটি লম্বা পোস্ট শেয়ার করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জোজো লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। অবশেষে সেই দিনটা এল। তুমি যখন, যেদিন আমার জীবনে এলে, তার প্রত্যেকটা মুহূর্ত মনে আছে আমার। এখনও সেই মুহূর্তের কথা ভাবলে গায়ে কাঁটা দেয় যখন প্রথমবার তোমায় কোলে নিয়েছিলাম। একসঙ্গে, আনন্দ, দুঃখ, খুশি, ভয়, আবেগ.. আর কী না কী কাজ করছিল তখন মনের মধ্যে। তুমি সবচেয়ে ভাল ছেলে, তোমার দিদির জন্য সবচেয়ে ভাল ভাই হয়ে ওঠো। ঈশ্বর যেন তোমায় জীবনের সমস্ত সেরা জিনিসগুলো দিয়ে আশীর্বাদ করেন। তোমার বছরগুলো কাটুক আনন্দে ও সুস্থভাবে। অনেক ভালবাসা আর আদর সোনা। মা তোমায় এক পৃথিবী ভালবাসে। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ করে নাও, তারপরে আমরা পার্টি করব।'


এরপরে, একটু বেলার দিকে, সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জোজো ধন্যবাদ জানান তাঁদের সবাইকে যাঁরা আদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন জোজো পুত্র আদিকে।


প্রসঙ্গত, সদ্য একটি দুর্ঘটনা ঘটেছিল আদির সঙ্গে। বেখেয়ালে খাবার সময় খেলনা বন্দুকের বুলেট গিলে ফেলেছিেলেন সদ্য আদি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান জোজো। বমি করে বের করানো হয় সেই বুলেট। সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনার কথা শেয়ার করেছিলেন খোদ জোজোই। এখন ভাল আছে জোজো পুত্র আদি। 


আরও পড়ুন: Srabanti-Prosenjit: অপেক্ষা আর কতদিনের? আগামী বছর কবে মুক্তি পাবে শ্রাবন্তী-প্রসেনজিৎ-এর 'দেবী চৌধুরানী'?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।