IIT Madras Placements: আন্তর্জাতিক অপশন ট্রেডিং সংস্থা জেন স্ট্রিট সম্প্রতি আইআইটি মাদ্রাজের এক ছাত্রকে ৪.৩ কোটি টাকার প্যাকেজে প্রি-প্লেসমেন্ট চাকরির (IIT Madras) অফার দিয়েছে। মূলত এই সংস্থার হংকং শাখায় এই পোস্টিং করা হবে। এখনও এই পড়ুয়ার পড়াশোনাই পুরোপুরি শেষ হয়নি, ডিগ্রি হাতে পাওয়া এখনও বাকি। তবে এই বছরের ক্যাম্পাসিংয়ে (IIT Madras Placement) এটাই সবথেকে বড় অঙ্কের বেতনের চাকরির অফার। এই সংস্থার কাজ অপশন ট্রেডিং নিয়ে আর এই অপশন ট্রেডিং মূলত মনের থেকেও প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল। দারুণ অ্যালগোরিদমের জন্য বহু আন্তর্জাতিক অপশন ট্রেডিং সংস্থা বিপুল লাভবান হচ্ছেন। তবে অন্যদিকে খুচরো বিনিয়োগকারীরা (Job News) প্রচুর ঝুঁকি নিয়ে টাকাও হারাচ্ছেন এই ট্রেডিংয়ে।
এই বেতনের মধ্যে ধরা হয়েছে বেসিক বেতন, রিলোকেশন বোনাস, ফিক্সড বোনাস ইত্যাদি বিষয়গুলি। আইআইটি মাদ্রাজের এই পড়ুয়া কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। সংবাদসূত্রে জানা গিয়েছে যে এই পড়ুয়া চাকরি পাওয়ার পরে হংকংয়ে সংস্থার অফিসে একজন কোয়ান্টিটেটিভ ট্রেডার হিসেবে কাজ করবেন। এই বছর আইআইটিগুলিতে বহু বিখ্যাত সব সংস্থা ক্যাম্পাসিং প্লেসমেন্ট আয়োজন করেছে।
ব্ল্যাকরক, গ্লিন, দ্য ভিঞ্চির মত সংস্থাগুলি ২ কোটিরও বেশি টাকার প্যাকেজ অফার করেছে পড়ুয়াদের। এপিটি পোর্টফোলিও, রুব্রিক ইত্যাদি সংস্থা ১.৪ কোটি টাকার বেশি এবং অন্যদিকে ডেটাব্রিক্স, ইবুলিয়েন্ট সিকিউরিটিজ, আইএমসি ট্রেডিং ইত্যাদি সংস্থাগুলি ১.৩ কোটির বেশি টাকার প্যাকেজ অফার করেছে। জেন স্ট্রিট সংস্থা যে ছাত্রকে এই ৪.৩ কোটির প্যাকেজের অফার দিয়েছে, জানা গিয়েছে সেই পড়ুয়া এর আগে এই সংস্থায় একটি ইন্টার্নশিপ করেছিলেন।
আইআইটি বম্বেতেও ক্যাম্পাসিং শুরু হয়েছে আর ক্যাম্পাসিংয়ের প্রথম দিনেই ফিনটেক সংস্থা দ্য ভিঞ্চি ডেরিভেটিভস এই প্রতিষ্ঠানের এক কৃতী ছাত্রকে নিয়োগ করেছে ২.২ কোটি টাকার বার্ষিক প্যাকেজে। এর আগের বছর শীর্ষস্থানীয় হেজ ফান্ড ফার্ম জেন স্ট্রিট ৩.৭ কোটি টাকার প্রি-প্লেসমেন্ট অফার দিয়েছিল ছাত্রদের। মুম্বই অফিসের জন্য আইএমসি ট্রেডিং সংস্থা ১ কোটির প্যাকেজ দিয়েছিল এবং মোট ১০ জন পড়ুয়াকে বাছাই করেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IIT: ক্যাম্পাসিংয়ে মিলল স্বপ্নের চাকরি, আইআইটির ছাত্রকে ২.২ কোটির বেতনে নিয়োগ করল এই সংস্থা
Education Loan Information:
Calculate Education Loan EMI