SBI Jobs: ভাল বেতনের চাকরি, নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্টেট ব্যাঙ্কের

State Bank Of India Jobs: স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে SBI। এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট ৮টি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Continues below advertisement


State Bank Of India Jobs: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI)চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় খবর। এই পদে আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।

Continues below advertisement

Jobs In State Bank: কোন পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক
স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে SBI। এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট ৮টি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা SBI অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। বর্তমানে আবেদনের প্রক্রিয়া চলছে।

SBI Recruitment 2022: মোট কতগুলি পদে হবে নিয়োগ
Total No. of Posts – 8 Posts

Manager – 2 Posts

Consultant – 4 Posts

Senior Executive – 2 Posts

State Bank Of India Jobs: আবেদনের ফি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই নিয়োগের জন্য সাধারণ / ওবিসি / ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ও ইনটিমেশন ফি 750 টাকা নির্ধারণ করা হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের আবেদন ফি-র ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

Jobs In State Bank: বয়সের সীমা

এই পদে আবেদনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কে প্রতিটি পদের জন্য বয়স সীমা আলাদা ধরা হয়েছে। সেই ক্ষেত্রে ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। একই সঙ্গে কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে প্রার্থীদের বয়স ৬৩ বছরের কম হতে হবে। একই সময়ে, সিনিয়র এক্সিকিউটিভ প্রার্থীদের সর্বোচ্চ বয়স 1 মার্চ, 2022 তারিখে 32 বছরের মধ্যে হতে হবে।

SBI Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া

সিনিয়র এক্সিকিউটিভ (অর্থনীতিবিদ) পদ ব্যতীত বাছাই প্রক্রিয়া সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাত্কারের ভিত্তিতে হবে। সিনিয়র এক্সিকিউটিভ (অর্থনীতিবিদ) পদের জন্য নির্বাচন সংক্ষিপ্ত তালিকা ও আলোচনার ভিত্তিতে করা হবে।

এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। সেখানে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা sbi.co.in-এ যোগাযোগ করুন।

আরও পড়ুন : Jobs In Coochbehar: মেডিক্যাল অফিসার-নার্স নিয়োগ হচ্ছে এই জেলায়, আবেদনের শেষ তারিখ জানেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola