কলকাতা : ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগ শুরু। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেনার ব্যারাকপুর রিক্রুটমেন্ট অফিস। আগামী ২১ অগস্টের মধ্যে চাকরিপ্রার্থীদের জমা দিতে হবে আবেদনপত্র।


ভারতীয় সেনায় চাকরি


ইন্ডিয়ান আর্মিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় সেনার জেনারেল ডিউটি, টেকনিক্যাল, অ্যাভিয়েশন, অ্যামুনেশন এক্জামিনার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেনারি, ক্লার্ক, স্টোর কিপার, ট্রেডসম্যান পদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে ব্যারাকপুর রিক্রুটমেন্ট অফিস। আবেদনকারীদের উত্তর ২৪ পরগণা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার ব্যারাকপুর ক্যান্টনমেন্টের আরসিটিসি গ্রাউন্ডে পরীক্ষা হবে। ইচ্ছুক আবেদনকারীরা ভারতীয় সেনার অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।


কোন কোন পদে নিয়োগ


জেনারেল ডিউটি
টেকনিক্যাল
অ্যাভিয়েশন/অ্যামুনেশন এক্জামিনার
নার্সিং অ্যাসিস্ট্যান্ট/নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি
ক্লার্ক/স্টোর কিপার 
ট্রেডসম্যান


শিক্ষাগত যোগ্যতা


দ্বাদশ, দশম, অষ্টম শ্রেণি উত্তীর্ণ উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি চাকরিপ্রার্থীরা ভারতীয় সেনার https://joinindianarmy.nic.in ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারেন।


নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা


ভারতীয় সেনায় এই নির্ধারিত পদে যোগ দেওয়ার জন্য বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। সোল্জার অন জেনারেল ডিউটির ক্ষেত্রে এই বয়স ২১ বছর হতে হবে। নির্ধারিত সময়ে আর্মি রিক্রুটমেন্টের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে আবেদনকারীদের। এই আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। ৮ জুলাই থেকে এই রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছে। চলবে আগামী ২১ অগস্ট পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে যেতে হবে।


একবার আবেদনপত্র জমা দেওয়ার পর ভারতীয় সেনার তরফে অনলাইনে একটা সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। যা চাকরিপ্রার্থীদের প্রিন্ট আউট করে নিতে হবে। এটা আবদনের নথি হিসাবে তাদের কাছে রাখতে হবে। তবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা তাঁর প্রামাণ্য নথির হার্ডকপি কোনওভাবেই ব্যারাকপুরের আর্মি রিক্রুটমেন্ট অফিসে পাঠানোর প্রয়োজন নেই।


আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ


ভারতীয় সেনার এই আবেদনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৮.৭.২০২১ থেকে। এই আবেদনের শেষ তারিখ ২১.০৮.২০২১।


Education Loan Information:

Calculate Education Loan EMI