Indian Bank Recruitment: আপনি কি ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যাঙ্কে চাকরি করতে চাইছেন ? তাহলে এই সুযোগ শুধু আপনারই জন্য। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান ব্যাঙ্কে সম্প্রতি ১৫০০ শিক্ষানবিশ (Indian Bank Recruitment) পদে লোক নেওয়া হবে। আর এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এখানে এই নিয়োগের মাধ্যমে শুধু যে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা, তা নয়, বরং দক্ষতার ভিত্তিতে কাজের সুযোগও (Recruitment News) পাবেন তারা। দেখে নিন কীভাবে এই পদের জন্য আবেদন করবেন এবং কী যোগ্যতাই বা লাগবে আবেদনকারী প্রার্থীদের।


আবেদনের শেষ দিন কবে


ইন্ডিয়ান ব্যাঙ্কের শিক্ষানবিশ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিগত ১০ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন। এই পদের জন্য আবেদন করার শেষ দিন আগামী ৩১ জুলাই। এই সময়ের মধ্যেই নির্ধারিত নিয়ম মেনে এই পদে আবেদন করতে হবে।


এভাবে আবেদন করতে হবে


ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য অনলাইনে এই আবেদনের ফর্ম পূরণ করতে হবে। এর জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in-এ যেতে হবে আপনাকে। এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকেই চাইলে শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে পারেন। আরও আপডেট জানতে এই ওয়েবসাইটেই নজর রাখতে হবে আপনাকে।


কারা পারবেন আবেদন করতে


এসব পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আরও যে সমস্ত যোগ্যতা লাগবে তা ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে, দেখে নিতে হবে আগ্রহী প্রার্থীদের।


আবেদনের ফি কত দিতে হবে


ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এই ফি মূলত অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য। তবে অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।


কীভাবে হবে এই নির্বাচন


প্রাথমিকভাবে এই শিক্ষানবিশ পদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে নথি যাচাই এবং মেডিকেল টেস্ট। এর মাধ্যমে এই পদগুলি পূরণ করা হবে। যারা এক ধাপে উত্তীর্ণ হবেন, তাদেরকেই কেবল পরের ধাপের জন্য নির্বাচন করা হবে। সমস্ত ধাপে উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য নির্বাচিত হবেন।


আরও পড়ুন: Success Story: পৌরোহিত্যই প্রথা পরিবারের, প্রথা ভেঙে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে প্রথম শিবম- কীভাবে এল সাফল্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI