Bank Jobs: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। আজ ১৩ অক্টোবর আবেদনের শেষদিন। যাঁরা এখনও আবেদন করেননি, ঝটপট আবেদন করে ফেলুন ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। indianbank.bank.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১৭১টি। 

Continues below advertisement

কীভাবে আবেদন করবেন, দেখে নিন 

  • প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট indianbank.bank.in এখানে ঢুকতে হবে আপনাকে। 
  • এরপর হোমপেজে যে রিক্রুটমেন্ট লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করতে হবে। 
  • এবার আপনার সামনের স্ক্রিনে খুলে যাবে একটি নতুন পেজ। 
  • এই পেজে থাকবে একটি স্পেশ্যালিস্ট অফিসার লিঙ্ক। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনি পেজে লগ-ইন করতে পারবেন। 
  • এবার ভালভাবে পড়ে নিয়ে দেখেশুনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করে তা জমা দিতে হবে। 
  • এরপর দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখতে হবে। 
  • ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটা কপি রেখে দেওয়া ভাল। 

কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, দেখে নিন 

Continues below advertisement

তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ১৭৫ টাকা। বাকিদের দিতে হবে ১০০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই - এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। শুধুমাত্র অনলাইনেই জমা দএয়া যাবে অ্যাপ্লিকেশন ফি। এর জন্য অতিরিক্ত কোনও ট্রানজাকশন চার্জ লাগলে তা দিতে হবে আবেদনকারীকেই। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন বিস্তারিত 

আবেদনকারীদের নাম শর্টলিস্ট অর্থাৎ বাছাই করা হবে হয় ইন্টারভিউয়ের মাধ্যমে নয়তো লিখিত কিংবা অনলাইন পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১৬০টি প্রশ্ন থাকবে পরীক্ষায়। সর্বোচ্চ ২২০ নম্বরের পরীক্ষা হতে পারে। ২ ঘণ্টা ধরতে চলবে পরীক্ষা এবং ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দিতেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। 

একটি ভুল উত্তর দিলে ওই প্রশ্নে যত নম্বর থাকবে তার এক চতুর্থাংশ নম্বর বাদ যাবে। যদি কোনও প্রশ্নের উত্তর পরীক্ষার্থীর না দেন, তাহলে সেখানে কোনও পেনাল্টি থাকবে না। তাই ভালভাবে প্রশ্ন পড়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করা উচিৎ। যত কম ভুল উত্তর দেবেন, নেগেটিভ মার্কিংয়ের মাধ্যমে নম্বর কমে যাওয়ার সম্ভাবনা তত কমবে। 

 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI