Indian Navy Recruitment 2023: ভারতীয় নৌসেনাবাহিনীতে (Indian Navy) নিয়োগ হতে চলেছে চলতি বছর। ২০২৩ সালে ২৪৮টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে ভারতীয় নৌসেনাবাহিনীতে (Indian Navy Recruitment)। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। Indian Navy Recruitment নোটিফিকেশন অনুসারে যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। আর ২৫ বছর বয়স পর্যন্ত এই নিয়োগের জন্য আবেদন জমা দেওয়া যাবে। অর্থাৎ ১৮ থেকে ২৫ বছর বয়সীরা ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌসেনার ২৪৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন জমা দিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য ২০৫ টাকা দিতে হবে প্রার্থীদের। নির্বাচিত প্রার্থীরা পে স্কেল লেভেল ২ অনুসারে মাসিক বেতন পাবেন। কেবলমাত্র অনলাইনেই এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর ২৮ দিন পর্যন্ত আবেদনের সময় পাবেন প্রার্থীরা।  


কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে? কতগুলি শূন্যপদ রয়েছে?


ভারতীয় নৌসেনায় নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন অনুসারে 



  • Machinist- ৮

  • Driver Crane Mobile- ৬

  • Fitter Armament- ৫৫

  • Fitter General Mechanic (GW)- ৩৬

  • Fitter Electronic (GW)- ১২

  • Fitter Electrical (GW)- ১২

  • Electronic Fitter- ২০

  • General Mechanic Fitter- ১৮

  • Shipwright (Joiner)- ২

  • Painter – ২

  • Electric Fitter- ১৩

  • Ammunition Mechanic- ২০

  • Torpedo Fitter- ৪৪ 


যোগ্যতা


For Skilled (Ammunition Mechanic)


এক্ষেত্রে প্রার্থীকে ম্যাট্রিকুলেশন বা সম যোগ্যতা সম্পন্ন পরীক্ষায় পাশ হতে হবে কোনও স্বীকৃত বোর্ড থেকে। কোনও সুপরিচিত Industrial Training Institute থেকে Craftsmanship Training Scheme- এর আওতায় দু'বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে প্রার্থীদের। মূলত ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রোপ্ল্যাটার, ফিটার, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেকানিস্ট, মেকানিক, কমিউনিকেশন ইকুইপমেন্ট মেনটেনেন্স- এইসব ক্ষেত্রে সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। 


অন্যান্য পদের জন্য


এক্ষেত্রে প্রার্থীকে ম্যাট্রিকুলেশন বা সম যোগ্যতা সম্পন্ন পরীক্ষায় পাশ হতে হবে কোনও স্বীকৃত বোর্ড থেকে এবং ইংরেজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের Apprenticeship প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অথবা সেনাবাহিনী নৌসেনা কিংবা বায়ুসেনায় উপযুক্ত টেকনিক্যাল ব্রাঞ্চে দু'বছর নিয়মিত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিংবা একজন মেকানিকের সমতুল্য হতে হবে। 


বেতন ও নিয়োগ প্রক্রিয়া

 

মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ থাকবে। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য ২০৫ টাকা দিতে হবে প্রার্থীদের। 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI