কলকাতা: হাতে আর এক মাসও সময় নেই। তারপরেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আর প্রথমদিনই প্রথমভাষার পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2023) আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ সারাবছর পড়াশোনা যে ভাবেই এগিয়ে থাকুক না কেন, শেষ মুহূর্তে নিজের দুর্বলতাগুলি যদি পেরিয়ে আসা যায়, তাহলে কঠিন প্রশ্নেরও মোকাবিলা করা সম্ভব।
মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে আরও একটু সুবিধা করে দিতেই এবিপি লাইভ এনেছে পাঠশালা লাইভ। মাধ্যমিকে বাংলা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন খুঁটিনাটি নজরে রাখতে হবে, তা অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন পাঠভবনের বাংলার শিক্ষক দেবাশিস পাল।
যা বাদ গিয়েছিল
করোনার কারণে সিলেবাস বেশ কিছুটা কমানো হয়েছিল গতবছর। চলতি বছর সেই অংশকে প্রাধান্য দিতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ, বাংলা ভাষায় বিজ্ঞান, অদল-বদল, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। ব্যাকরণ অংশের মধ্যে বাক্য-বাচ্য। বাক্য-বাচ্য থেকে ব্যাকরণে একটু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থেকেই যায়। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সাহিত্যের মধ্যে থেকে যে যে অংশগুলি বাদ গিয়েছিল। বড় প্রশ্নের জন্য বেশি প্রয়োজন। অস্বাভাবিক ব্যতিক্রম না ঘটলে বড় প্রশ্ন আসা করা যেতে পারে।
গতবছর বড় প্রশ্ন এসেছিল
পথের দাবি, বহুরূপী, আফ্রিকা থেকে বড় প্রশ্ন এসেছিল। তুলনামূলকভাবে বড় প্রশ্নের জন্য কম গুরুত্ব দেব। ৩ নম্বরের যে প্রশ্ন তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়।
MCQ-এ কোনও সাজেশন নয়। টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। যে কোনও একটা পংক্তি তুলে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সব বিষয়ের জন্য, সব বছরের জন্য প্রযোজ্য। আর সবকিছুর সাজেশন হতে পারে, SAQ – MCQ-র ক্ষেত্রে সেটা একশো শতাংশ নাও মিলতে পারে।
নম্বর বিভাজন
MCQ- ১৭
SAQ- ১৯ (কবিতার ক্ষেত্রে ৪, গদ্যের ক্ষেত্রে ৪, প্রবন্ধের ক্ষেত্রে ৩, ব্যাকরণের ক্ষেত্রে ৮)
- কবিতার ক্ষেত্রে ৫টার মধ্যে ৪টে প্রশ্নের উত্তর দিতে হবে।
- গদ্যের ক্ষেত্রে ৫টার মধ্যে ৪টে প্রশ্নের উত্তর দিতে হবে।
- ব্যাকরণের ক্ষেত্রে ১০টা প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে ৮টা। অপশন দেওয়া থাকছে ২টো।
- প্রবন্ধের ক্ষেত্রে ৪টে প্রশ্নের মধ্যে ৩ প্রশ্নের উত্তর দিতে হবে।
এক্ষেত্রে সাজেশন যেখানে অপশন দেওয়া আছে, ৪টে বা ৮টা করতে হবে। সেখানে ৫টা প্রশ্নের উত্তর দিও। ব্যাকরণেও ১০টা প্রশ্নেরই উত্তর দিতে পারো। কোনও নেগেটিভ মার্কিং নেই। একজন প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি অতিরিক্ত প্রশ্ন করার জন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিই না। বরং অলিখিত বিবেচনা করার জায়গা থাকে। ধরা যাক ব্যাকরণে ৮টা প্রশ্নের উত্তর দিতে বলেছে, হয়ত কেউ ৭ নম্বরটা ভুল লিখল, সেখানে আমাদের হাতে বাকি দুটো প্রশ্নের উত্তর থেকে ঠিক উত্তর বেছে নিয়ে নম্বর দেওয়ার সুযোগ থাকে। কিন্তু ৮টা প্রশ্নের উত্তর দিলে সেটা সম্ভব হয় না। বড় প্রশ্নের ক্ষেত্রে এত লেখা যেমন সম্ভব হয় না। কিন্তু S A Q-এর ক্ষেত্রে এটা করা যেতে পারে।
গদ্যের ক্ষেত্রে ৩টে বিষয়ের কথা বলব। তার মধ্যে নির্দিষ্ট প্রশ্নের কথা বলব।
- নদীর কথা বিদ্রোহ থেকে- নদীর প্রতি নদের চাঁদের ভালবাসার পরিচয় দাও।
- অদল বদল থেকে দুই বন্ধুর সম্প্রীতির পরিচয়।
- জ্ঞান চক্ষু থেকে তপনের মানসিকতার পরিচয়।
কবিতা
বাদ গিয়েছিল এমন সিলেবাসকে প্রাধান্য দিচ্ছি। গত বছর যেসব প্রশ্ন এসেছিল সেগুলি বাদ দিয়ে বাকি যা সামনে রয়েছে তাতে গুরুত্ব দেব।
- অভিষেক থেকে ইন্দ্রজিৎ চরিত্র পর্যালোচনা।
- আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে কবিতার মূল ভাব।
- সিন্ধু তীরে থেকে পদ্মার চরিত্র এবং পঞ্চকন্যা পাইল চেতন।
- অস্ত্রের বিরুদ্ধে গানের ক্ষেত্রে কবিতার মূল বক্তব্য।
প্রবন্ধ
সাধারণত দুটো প্রবন্ধের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকে। দুটো প্রবন্ধ থেকেই দুটো প্রশ্ন আসবে এটা অবধারিত বিষয়।
হারিয়ে যাওয়া কালিকলম
১. লেখক শৈশবকালে কীভাবে কালি তৈরি করতেন?
২. ফাউন্টেন পেন তৈরির ইতিবৃত্ত।
৩. লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা।
বাংলা ভাষায় বিজ্ঞান
১. বাংলা ভাষায় কী কী অন্তরায় এবং কীভাবে তা দূর করা সম্ভব?
২. পরিভাষা সম্পর্কিত লেখকের বক্তব্য।
৩. পাশ্চাত্যের তুলনায় বাংলায় বৈজ্ঞানিক জ্ঞান নগন্য, সেটা কোথায়?
৪. শব্দের ত্রিবিধ কথা
নাটক
এক্ষেত্রে ৪ নম্বরের প্রশ্ন আসতে পারে। যার মধ্যে গুরুত্বপূর্ণ-
১. সিরাজদৌল্লার চরিত্র
২. ঘসেটি বেগমের চরিত্র
৩. পত্র কী ছিল? কে কাকে পত্র লিখেছিল?
৪. অক্ষমতা কেন হয়েছিল?
উপন্যাস
গোটা উপন্যাসের ক্ষেত্রে প্রশ্ন নির্বাচন বা সাজেশন যথেষ্ট কঠিন। পুরো উপন্যাসটাই খুঁটিয়ে পড়া উচিত। গতবছর যা এসেছে তা বাদ দিয়ে বেশ কিছু প্রশ্ন বেছে নিতে পারি। যে প্রশ্ন অনেক তথ্য বহুল তা বেছে নিতে পারি। যার মধ্যে রয়েছে-
১. ফাইট কোনি ফাইট
২. প্রশিক্ষক হিসেব ক্ষিতীশ সিংহের অবদান বা ভূমিকা।
৩. ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতির চরিত্র বৈশিষ্ট্য।
৪. বারুণীর গঙ্গার ঘাটের দৃশ্য।
৫. কোনি কীভাবে সাঁতার দলে জায়গা পেল?
৬. দাদার মৃত্যুর পর কোনির অসহায় পরিস্থিতি।
প্রতিবেদন এবং সংলাপ
কয়েকটি বিষয় সামগ্রিকভাবে বেছে নিয়েছি। যা প্রতিবেদনেও আসতে পারে আবার সংলাপেও আসতে পারে।
- মোবাইল ফোন (ভাল মন্দ, পথ দুর্ঘটনা)
- প্লাস্টিক বর্জন
- অরণ্য সপ্তাহ পালন বা বৃক্ষরোপণের উপযোগিতা
- দ্রব্যমূল বৃদ্ধি
- ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা
- জলাভূমি বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়
- রাজা রামমোহন রায়ের দ্বিশতজন্মবর্ষ
রচনা
- প্রতিবছরই বিজ্ঞান বিষয়ক রচনা থাকে। মোট ১৫টি রচনার কথা বলব।
- বিজ্ঞান কুসংস্কার
- বিজ্ঞানের ভালমন্দ, বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা
- দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক বিজ্ঞান
- বিজ্ঞানের জয়যাত্রা বা অগ্রগতি
- বাংলার উৎসব
- বিশ্বকাপ ২০২২
- একটি গাছ- একটি প্রাণ
- বাংলার ঋতুবৈচিত্র
- প্রিয় লেখক
- গ্রীষ্মের দুপুর, বর্ষামুখর দিন, ঝড়ের রাত
- শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা
- ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা
- জাতীয় সংহতি
- গ্রন্থাগারের উপযোগিতা
ব্যাকরণ
খুব নির্দিষ্টভাবে ব্যাকরণের সাজেশন দেওয়া যায় না। তবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বেশ কিছু মডেল প্রশ্নের বিষয়ে বলা যেতে পারে।
- বাক্য হয়ে ওঠার যে তিনটি বৈশিষ্ট্য, সেগুলি কী কী ? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- কর্মকর্তৃ বাচ্য, যন্ত্রাত্মক করণ, সমধাতুজ করণ, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, অলোপ সমাস, নিত্য সমাস- এই ধরনের অংশর দিকে নজর দিতে হবে।
- আগে যেমন সমাস করতে দেওয়া হত, এখন তেমনটা হয় না। কিন্তু প্রতিটি সমাস আলাদা আলাদা করে অভ্যাসটা করে যেতে হবে। অলোপ, উপমান, উপমীত, রূপক কর্মধারয়ের মতো সমাসের উদাহরণ করতে হবে।
- কারক-অকারক সম্পর্ক, সমাস, বাক্য, বাচ্য প্রতিটি ক্ষেত্রে সংজ্ঞার সঙ্গে উদাহরণ পড়তে হবে।
- কর্মের যতগুলি ভাগ, করণের যতগুলি ভাগ প্রতিটি সংজ্ঞা এবং উদাহরণ খাতায় লিখে লিখে পড়তে হবে।
- পর্ষদ অনুমোদিত বই ২-৩টে পাশাপাশি রেখে পড়লে ব্যাকরণ ভালভাবে তৈরি করা সম্ভব।
অনুবাদ
- একসঙ্গে টানা অনুবাদ না লিখে, একটা বুলেট দিয়ে একটা লাইন অনুবাদ করতে হবে। ভাগ করে লিখলে নম্বর বিভাজনে সুবিধা হয়। সঠিক থাকলে অর্ধেক নম্বরও কাটার সুযোগ থাকবে না।
- অনুবাদকের নাম মনে রাখতে হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ
খাতা সাজানো
- কী বলব পাশাপাশি কীভাবে বল সেটাও গুরুত্বপূর্ণ।
- খাতায় পেন্সিল দিয়ে মার্জিন, সমাপ্তি রেখা টেনে নাও।
- উদ্ধৃতি ব্যবহার করলে বাঁদিক এবং ডানদিকে জায়গা ছেড়ে মাঝখান থেকে লেখো।
- কালি পরিবর্তনের প্রয়োজন নেই। তাও যদি ইচ্ছে হয় নীল বা কালোর মধ্যেই সীমাবদ্ধ থেকো। কোনওভাবেই সবুজ বা লালের ব্যবহার নয়।
- প্রশ্নের ভাগের ক্ষেত্রে বুলেট মার্কিং জরুরি। প্রথম ভাগের ক্ষেত্রে একটা বুলেট মার্কিং, দ্বিতীয় ভাগের ক্ষেত্রে দুটো বুলেট মার্কিং।
- কোনও কবিতা বা গদ্যের উত্তরের ক্ষেত্রে উৎস লিখতে হবে। অর্থাৎ কার লেখা এবং কোথা থেকে নেওয়া হয়েছে।
- কবি বা লেখকের নামের আগে বিশেষণ ব্যবহার করতে হবে।
সময় বিভাজন
- MCQ এবং SAQ মিলিয়ে মোট ৩৬ নম্বর। তার জন্য এক ঘণ্টা সময়।
- ৫ নম্বরের প্রশ্নের জন্য গড়ে ১০ থেকে ১১ মিনিট সময় ব্যয় করা যেতে পারে।
- প্রথম থেকেই সময় বিভাজনের নজর রাখতে হবে। তা না হলে সময়ে শেষ করা সম্ভব হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI