IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited) চাকরির সুযোগ। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিসট্যান্ট (Junior Engineer Assistant) এবং আরও অনেক পদে হবে নিয়োগ। iocl.com - এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। মোট ৪৭৬টি শূন্যপদ রয়েছে IOCL- এর চাকরির জন্য। আগামী ২১ অগস্ট পর্যন্ত আবেদন জানানো যাবে ইন্ডিয়ান অয়েলের এই চাকরির জন্য। 


গুরুত্বপূর্ণ কিছু তারিখ 



  • আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ২২ জুলাই 

  • আবেদন জমা দেওয়া যাবে ২১ অগস্ট পর্যন্ত 

  • ই-অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১০ সেপ্টেম্বর 

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে এই সেপ্টেম্বরেই, তবে তারিখ এবং সময় জানা যায়নি 

  • পরীক্ষার ফলপ্রকাশ হবে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে 


কোথায় কত শূন্যপদ রয়েছে 



  • জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট- IV: ৩৭৯টি শূন্যপদ 

  • জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল- ২১টি শূন্যপদ 

  • ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট- ৩৮টি শূন্যপদ 

  • টেকনিক্যাল অ্যাটেনডেন্ট- ২৯টি শূন্যপদ 


কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের 


কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এবং একটি Skill/Proficiency/Physical Test (SPPT) হবে। এই দুইয়ের ভিত্তিতেই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় একটি অবজেকটিভ টাইপের প্রশ্নপত্র থাকবে। সেখানে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে মোট ১২০ মিনিটের, অর্থাৎ ২ ঘণ্টার। এক দিনে মোট তিনটি সেশনে পরীক্ষা হতে পারে। এ ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। আবেদনকারীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই তাঁরা পরবর্তী Skill/Proficiency/Physical Test (SPPT)- র জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 


অ্যাপ্লিকেশন ফি 


জেনারেল, আর্থিক ভাবে পিছিয়ে পড়া এবং ওবিসি (এনসিএল)- এইসব শ্রেণির আবেদনকারীদের জন্য ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই টাকা ফেরতযোগ্য নয়। শুধুমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমেই টাকা জমা দেওয়া যাবে। ব্যাঙ্কের চার্জ যদি কিছু থাকে তা আলাদা করে আবেদনকারীকেই দিতে হবে। 


আরও পড়ুন- রেলে ফের ৭৯৩৪ পদে নিয়োগ, কবে থেকে শুরু আবেদন ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI