IOCL Recruitment: ভারতের অন্যতম বৃহৎ সরকারি তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েলে লোক নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্ট্রিমে (Indian Oil Recruitment) যে সমস্ত প্রার্থী ডিপ্লোমা করছেন, তাদের জন্য চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। মূলত নন-এক্সিকিউটিভ পার্সোনেল পদে লোক নেওয়া হবে এই সংস্থায়। আলাদা আলাদা রিফাইনারি এবং পাইপলাইন ডিভিশনের জন্য এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আর সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (Recruitment News) প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ জুলাই থেকে। কতদিন পর্যন্ত চলবে আবেদন ? কত শূন্যপদ রয়েছে ? জেনে নিন কারাই বা যোগ্য এই আবেদনের জন্য।


গুরুত্বপূর্ণ দিন জেনে নিন


এই সমস্ত পদের জন্য নিয়োগ প্রক্রিয়া আগামী ২২ জুলাই থেকে শুরু হবে ইন্ডিয়ান অয়েল সংস্থা জানিয়েছে। আগামী ২১ অগস্ট ২০২৪ পর্যন্ত করা যাবে আবেদন। অনলাইনে লিঙ্ক থেকেই আগ্রহী প্রার্থীরা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন।


এভাবে করতে পারবেন আবেদন


এই সমস্ত পদের জন্য আবেদন করতে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইতে যেতে হবে iocl.com। এই ওয়েবসাইট থেকে আবেদন করার পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন আপনি। পাবেন সমস্ত আপডেট।


কতগুলি শূন্যপদ রয়েছে


এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডিয়ান অয়েল সংস্থায় ৪৬৭ জন নন-এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়র অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন, পি অ্যান্ড ইউ, ইলেকট্রিকাল, মেকানিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ফায়ার অ্যান্ড সেফটি), জুনিয়র কোয়ালিটি কনট্রোল অ্যানালিস্ট, টেক অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পদে লোক নেওয়া হবে এই সংস্থায়।


কারা করতে পারবেন আবেদন


সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি আছে এমন প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলেই করতে পারবেন আবেদন। ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


অনেকগুলি ধাপে পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাই কেবল ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য নির্বাচিত হবেন।


বেতন কত হবে


এই সমস্ত পদে নির্বাচিত হলে আপনি ইন্ডিয়াল অয়েলের পক্ষ থেকে মাসিক ২৫ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। এই বেতনের সঙ্গে বাড়িভাড়া, মহার্ঘভাতা, পিএফ, মেডিকেল ইনসিওরেন্সও অতিরিক্ত দেওয়া হবে।


আরও পড়ুন: Petrol Diesel Price: বাজেটের আগে সস্তা হল পেট্রোল-ডিজেল ? এই শহরগুলিতে আজ ১০০-র নিচেই দাম


Education Loan Information:

Calculate Education Loan EMI