IOCL Recruitment: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কাজের সুযোগ। বলা ভাল ডিগ্রি কোর্সের পড়াশোনা করার সুযোগ। যে সমস্ত মেয়েরা নার্সিং কোর্সের জন্য ভর্তি হতে চান, এখনও কোথাও অ্যাডমিশন নিতে পারেননি, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL Recruitment)। বিএসসি নার্সিং পড়ানো হবে এই সংস্থায়। শূন্যপদ খুব বেশি নেই। বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই স্ট্রিমে পড়াশোনা করার জন্য মাসিক বৃত্তিও পাবেন নির্বাচিত ছাত্রীরা। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কীভাবেই বা আবেদন করবেন।


শূন্যপদ


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (IOCL Recruitment) নার্সিং পদের জন্য মোট ৩০ জনকে নেওয়া হবে। বিএসসি নার্সিং পড়ার সুযোগ পাবেন ৩০ জন। এর মধ্যে অসংরক্ষিতদের জন্য রয়েছে ১৪টি আসন, বাকি ইডব্লিউএসের জন্য ৩টি, SC-২টি, ST-৩টি এবং ওবিসিদের জন্য ৮টি শূন্যপদ রয়েছে এই সংস্থায়।


কত বৃত্তি পাবেন


নার্সিং বিভাগে বিএসসি কোর্সে নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৮০০ টাকা বৃত্তি পাবেন প্রথম বছরের জন্য। দ্বিতীয় বর্ষের জন্য ৩০০০ টাকা, তৃতীয় বর্ষে ৩২০০ টাকা এবং শেষ বর্ষে ৩৪০০ টাকা বৃত্তি পাবেন নির্বাচিত প্রার্থীরা।


বয়সসীমা কত হতে হবে


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নার্সিং পড়ার জন্য আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা


এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান (IOCL Recruitment) নিয়ে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। দ্বাদশের পরীক্ষায় প্রার্থীকে ন্যূনত্ম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষত প্রার্থীদের জন্য এই নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে। আবেদনকারী প্রার্থীর দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট বা মার্কশিট প্রয়োজনীয় এক্ষেত্রে।


আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ


বিগত ২৩ মে থেকে এই পদের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ১০ জুন থেকে শুরু হবে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া, চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। ২০ জুলাই ফলাফল প্রকাশিত হবে। এরপর একটি কাউন্সেলিং ও মেডিকেল এক্সামের পরে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।


কীভাবে নির্বাচন হবে প্রার্থী


আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে মেডিকেল এক্সামের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে।


আরও পড়ুন: UPSC Success Story: টানাপড়েনের সংসারে টিউশন নিতে পারেননি, নিজে পড়ে প্রথমবারেই সফল দিব্যা


Education Loan Information:

Calculate Education Loan EMI