Job News: ইন্ডিয়ান অয়েলে (Indian Oil Recruitments) চাকরির সুযোগ। নিয়োগ হতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited)। আইওসিএল (IOCL Recruitments 2025) জুনিয়র অপারেটর-সহ একাধিক পদের জন্য কর্মী নিযুক্ত করতে চলেছে। শুরু হয়েছে আবেদনপ্রক্রিয়া। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আইওসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইট iocl.com - এখানে গিয়ে আবেদন করা যাবে। ২৪৬টি শূন্যপদ রয়েছে। ৩ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে।
কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একনজরে
- জুনিয়র অপারেটর- ২১৫টি শূন্যপদ
- জুনিয়র অ্যাটেন্ডেন্ট - ২৩টি শূন্যপদ
- জুনিয়র বিজনেস অ্যাসিসট্যান্ট- ৮টি শূন্যপদ
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, জেনে নিন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং অবসরপ্রাপ্ত কর্মীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকিদের ক্ষেত্রে ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট- এইসবের মাধ্যমে।
ইন্ডিয়ান অয়েলের এই চাকরির জন্য কীভাবে আবেদন জানাতে পারবেন, দেখে নিন সহজ কিছু পর্যায়
- প্রথমে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে থাকা রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে আপনাকে।
- কম্পিউটার স্ক্রিনে আপনার সামনে খুলে যাবে নতুন একটি পেজ।
- সেখানে থাকা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের।
- এবার আবার নতুন পেজ খুলবে স্ক্রিনে যেখানে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করার জন্য তথ্য দিতে পারবেন।
- এবার সাবমিট বাটনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।
- এবার ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
- সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে পেজ ডাউনলোড করতে নিতে হবে।
- প্রয়োজনের স্বার্থে একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন আপনি।
আরও পড়ুন- এয়ারপোর্টে চাকরির সুযোগ, বয়স ৩০- এর কম হলেই করা যাবে আবেদন, মোট শূন্যপদ কত?
আরও পড়ুন- লিখিত পরীক্ষা নেই, দিতে হবে না ইন্টারভিউও, ইন্ডিয়ান অয়েলে ট্রেনিংয়ের সুযোগ পাবেন কারা?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI