Jobs And Recruitments: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদে হবে নিয়োগ। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ৬৬টি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। গত ৬ নভেম্বর শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রক্রিয়া। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদন। iob.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। 


কোথায় কত শূন্যপদ রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক


  • ম্যানেজার- ৫৯টি শূন্যপদ

  • সিনিয়র ম্যানেজার- ৫টি শূন্যপদ

  • চিফ ম্যানেজার- ২টি শূন্যপদ 


কীভাবে এই চাকরির ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে


অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যেসব প্রার্থী অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাঁরা পরবর্তীতে ইনন্টারভিউ রাউন্ডে ডাক পাবেন। কোথায়, কবে, কখন এই ইন্টারভিউ রাউন্ড হবে তা জানিয়ে দেওয়া হবে শর্টলিস্টে নাম থাকা প্রার্থীদের। একটি ইট্রাওভিউ কল লেটার পাঠানো হবে। সেখানেই সব বিস্তারিত বিবরণ থাকবে। সেই অনুসারে পদক্ষেপ নিতে হবে প্রার্থীদের। উল্লিখিত কল লেটার পাঠানো হবে ইমেলের মাধ্যমে। 


অ্যাপ্লিকেশন ফি কত ধার্য হয়েছে


তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যান্য ক্যাটেগরির প্রার্থীদের ৮৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই টাকা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 


স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির সুযোগ


স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Small Industries Development Bank of India) অর্থাৎ ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাঙ্ক দেশে রয়েছে সেখানে অফিসার র‍্যাঙ্কে জানা গিয়েছে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য (ব্যাঙ্কের শর্তাবলী অনুসারে) প্রার্থীরা এসআইডিবিআই (SIDBI) - এর অফিশিয়াল ওয়েবসাইট sidbi.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। মোট ৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৮ নভেম্বর অনলাইন আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ রাউন্ড যার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে তার সম্ভাব্য সময়কাল এবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাস কিংবা ২০২৪ সালের অর্থাৎ পরের বছরের জানুয়ারি মাস। 


আরও পড়ুন- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কোন কোন পদে হতে চলেছে নিয়োগ? কতই বা শূন্যপদ?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI