নয়া দিল্লি : শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার পদে নিয়োগ করছে ভারতীয় সেনাবাহিনী। পুরুষদের পাশাপাশি মহিলারাও আবেদন করতে পারবেন এই পদে। ইচ্ছুক প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৪ জুন, ২০২১। বিশদে জানতে joinindianarmy.nic.in-এ লগ ইন করতে হবে আবেদনকারীদের।


জজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চে নির্দিষ্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে আইনে স্নাতক হতে হবে। এই পদে সব মিলিয়ে ৮ জনকে নেবে ভারতীয় সেনাবাহিনী। জেনে নিন, এই পদের জন্য কী যোগ্যতা লাগবে ? বাছাই প্রক্রিয়াই বা কীভাবে হবে ?


SSC অফিসার পদের যোগ্যতা


এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে এলএলবি-তে স্নাতক হতে হবে। আবেদনকারীকে নির্দিষ্ট বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীকে অবশ্যই বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কলেজ থেকে পাশ করা বাধ্যতামূলক। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে।


প্রবেশন পিরিয়ড


পদে নিযুক্ত হওয়ার পর থেকে ৬ মাস প্রবেশন পিরিয়ডে থাকতে হবে অফিসারকে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীকে চাইলে বরখাস্ত করতে পারেন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে ৬ মাসের প্রবেশন পিরিয়ড পূর্ণ হওয়ার আগেই বেরিয়ে যেতে হবে নিযুক্তকে। এ ক্ষেত্রে ৬ মাস পুরো প্রবেশন পিরিয়ড কমপ্লিট করতে দেওয়া হয় না নিযুক্তকে।


কত বছর চাকরি ?


নিয়ম অনুসারে শর্ট সার্ভিস কমিশনে পুরুষ ও মহিলা দুজনেরই ১৪ বছরের চাকরির মেয়াদকাল রয়েছে। সাধারণভাবে এই চাকরির মেয়াদকাল ১০ বছর। তবে এক্সটেনশন পিরিয়ড আরও ৪ বছর। সব মিলিয়ে নিযুক্ত ব্যক্তি ১৪ বছর ভারতীয় সেনার এই নির্দিষ্ট পদে চাকরি করতে পারবেন। বেতন সম্পর্কে জানতে ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল নিয়োগের সাইটে লগ ইন করুন।


বাছাই পদ্ধতি


ভারতীয় সেনাবাহিনীর অফিসার পদে নিয়েগের জন্য দু-ধাপে চলে বাছাই পর্ব। প্রথম ধাপ পেরোলেই স্টেজ-২তে যেতে দেওয়া হয়। কেউ প্রথম ধাপেই আটকে গেলে তাঁর আর সুযোগ থাকে না। বাছাইয়ের পরই চলে নিয়োগ পর্ব।


Education Loan Information:

Calculate Education Loan EMI