নয়াদিল্লি: ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। ৪১০৩টি পদে নিয়োগ করবে সাউথ সেন্ট্রাল রেলওয়ে South Central Railway (SWR)। ৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবদেন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোন পদে কত নিয়োগ
– এসি মেকানিক – ২৫০
– কারপেন্টার-১৮
– ডিজেল মেকানিক -৫৩১
– ইলেকট্রিশিয়ান-১০১৯
– ইলেকট্রনিক মেকানিক-৯২
– ফিটার- ১৪৬০
– মেকানিস্ট- ৭১
– MMTM: ০৫
– MMW: ২৪
– পেইন্টার- ৮০
– ওয়েল্ডার-৫৫৩
শিক্ষাগত যোগ্যতা
অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর। সঙ্গে নির্দিষ্ট পদে আবেদনের জন্য আইটিআই সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীর।তবে এই পদে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত বা ডিপ্লোমা হোল্ডাররা আবেদন করতে পারবেন না।
চাকরিপ্রার্থীর বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। তবে ২৪ বছরের ঊর্ধের ব্যক্তিরা রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবেন না। সরকারি নিয়ম মেনে SC/ST-দের জন্য বয়সের সীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে। একইভাবে OBC-দের জন্য তিন বছরের বয়সে ছাড় দিয়েছে সরকার। PWD ক্যাটিগরির জন্য এই বয়স ছাড়ের সীমা ১০ বছর।এই বিষয়ে বিশদে জানতে https://scr.indianrailways.gov.in-এ যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
কীভাবে আবেদন করবেন ?
গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকলে সাউথ সেন্ট্রাল রেলের অফিশিয়াল ওয়েবসাইট https://scr.indianrailways.gov.in-এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন সফল হলে কম্পিউটার স্ক্রিনে রেজিস্ট্রেশন স্লিপ দেখতে পাবেন আবেদনকারী। তা ডাউনলোড করে প্রিন্টআউট রাখতে হবে নিজের কাছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন : IBPS Clerk Recruitment 2021: আইবিপিএস ক্লার্ক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, ৭ অক্টোবর থেকে করতে পারবেন আবেদন
আরও পড়ুন : SBI PO Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, ২৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ
Education Loan Information:
Calculate Education Loan EMI