নয়াদিল্লি: প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক State Bank of India (SBI)। ২০০০-এর বেশি পদে নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
২০৫৬টি পদে প্রবেশনারি অফিসার(Probationary Officers) বা অস্থায়ী আধিকারিক নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদের জন্য SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
গুরুত্বপূর্ণ তারিখঅনলাইন রেজিস্ট্রেশন: ৫-২৫ অক্টোবর আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।অনলাইন প্রিলি পরীক্ষা- নভেম্বর/ডিসেম্বর ২০২১অনলাইন মেন পরীক্ষা- ডিসেম্বর ২০২১ইন্টারভিউ/গ্রুপ ডিসকাশন- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে
শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। স্নাতক পরীক্ষার ফাইনাল ইয়ারে থাকলেও আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বয়স সীমা
ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদে আবদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ২১বছর হতে হবে। তবে কোনওভাবেই ৩০ ঊর্ধ্ব ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তবে সরকারি নিয়ম মেনে এই পদে তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সের সীমা ৫ বছর শিথিল করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একইভাবে পিছিয়ে পড়া ক্রিমি লেয়ারের জন্য ৩ বছরের বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে আবেদনকারীদের। তবে PWD-PWD (SC/ ST) চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এই বয়সের ছাড়ের সময় সীমা ১৫ বছর রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কীভাবে আবেদন করবেন ?এই ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদে আবেদন করতে চাকরিপ্রার্থীকে Bank's ‘Career’ website — https://bank.sbi/careers ছাড়াও https://www.sbi.co.in/careers সাইটে যোগাযোগ করতে হবে।সেখানে রেজিস্ট্রেশন করার পর একটা আবেদনের ফি জমা করতে হবে চাকরিপ্রার্থীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI