Success Story: আজকের দিনে সরকারি চাকরির প্রস্তাব যে কারও কাছে বড়ই লোভনীয়। কিন্তু সেই সরকারি চাকরির প্রস্তাব ছেড়ে কেবল UPSC-র জন্য লড়ে যাওয়ার মানসিকতা ক'জনের থাকে। আর এই লড়াইটাই করে দেখিয়েছেন তৃপ্তি (Tripti Bhatt)। অদম্য জেদে আজ সফল IPS হয়েছেন তিনি। দৃঢ় প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রমেই প্রথম প্রয়াসে UPSC উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত গড়েছেন তৃপ্তি ভট্ট।
তৃপ্তি (Tripti Bhatt) যে পরিবারে বড় হয়েছেন সেখানে সকলেই পেশায় শিক্ষক। চার ভাইবোনের মধ্যে তৃপ্তিই ছিলেন বড়। আলমোড়ার বীরসেবা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষালাভ করেন তৃপ্তি। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে পন্থনগর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন তিনি। এরপর ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করতে শুরু করেন তৃপ্তি ভট্ট।
ছোটবেলা থেকেই খুবই মেধাবী তৃপ্তি (Tripti Bhatt)। UPSC-তে বসার আগে পরপর বেশ কিছু সরকারি সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছিলেন তিনি। একটা-দুটো নয়, ১৬টি চাকরির প্রস্তাব এভাবেই নাকচ করে দিয়েছিলেন তৃপ্তি। এমনকী এর মধ্যে ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশনের একটি ভাল পদে চাকরির প্রস্তাবও এসেছিল। নবম শ্রেণিতে পড়ার সময় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল তাঁর আর সেই সাক্ষাতে স্যার কালাম তৃপ্তিকে একটি হাতে লেখা চিঠি দিয়েছিলেন যাতে লেখা ছিল তৃপ্তি যেন নিজেকে দেশসেবার কাজে নিয়োজিত করেন। আর তাই সেই কথাই সর্বক্ষণের সঙ্গী হয়েছে তৃপ্তির। দেশসেবার জন্যেই সমস্ত চাকরি ফিরিয়ে দিয়েছেন। লক্ষ্য ছিল আইপিএস বা আইএএস হবেন। আর সেই লক্ষ্যেই অবিচল থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন।
২০১৩ সালে UPSC CSE-তে প্রথমবার বসেন তৃপ্তি (Tripti Bhatt)। আর সেই পরীক্ষাতেই বাজিমাত। ১৬৫ র্যাঙ্ক করে আইপিএস নির্বাচিত হন তৃপ্তি ভট্ট। হোম ক্যাডারেই চাকরি পেয়ে যান তিনি। প্রথমে দেরাদুনের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত হন । এসপি হিসেবে চামোলিতে কিছুদিন কাজ করেছেন তৃপ্তি এবং তেহরি গাড়োয়ালে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের কমান্ডার হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দেরাদুনের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি দফতরে এসপি পদে কর্মরত।
তৃপ্তি ভট্ট বুঝিয়ে দিয়েছেন লক্ষ্য স্থির থাকলে তবেই সাফল্য আসে। শুধু সামাজিক সম্মান বা আর্থিক সাফল্য নয়, দেশসেবার লক্ষ্যে IPS হওয়া যায়। UPSC উৎসাহীদের কাছে এক নতুন দিশা দেখিয়েছে তৃপ্তির লড়াই।
আরও পড়ুন: IAS Success Story: ছোট থেকেই বলতে ও শুনতে অক্ষম ! তার পরও প্রথম চেষ্টাতেই IAS ডি রঞ্জিত
Education Loan Information:
Calculate Education Loan EMI