UPSC Success Story: ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC। লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতি বছর এই পরীক্ষায় বসেন, কিন্তু তাঁর মধ্যে মাত্র ১০০০ জনই উত্তীর্ণ হতে পারেন। আর এই ভাগ্যবান প্রার্থীদের মধ্যেই লুকিয়ে থাকে এক অন্য প্রতিভা। কোনও বাধাকেই তাঁরা বড় বলে মনে করেন না। যেমনটা করেননি কুলদীপ (Kuldeep Dwivedi)। অভাবের তাড়না থাকলেও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিয়ে একবারেই সফল IRS অফিসার হয়ে উঠেছেন তিনি। আর এভাবেই নিজের জীবন আমূল বদলে ফেলেছেন তিনি। কীভাবে এল এই বহুকাঙ্ক্ষিত সাফল্য ?


উত্তরপ্রদেশের নিগো জেলার একটি ছোট্ট গ্রাম শেখপুরে বড় হয়েছেন কুলদীপ দ্বিবেদী। ছোটবেলা থেকেই সরকারের হয়ে কাজ করার প্রতি এক অদম্য আগ্রহ ছিল তাঁর। চাইতেন সরকারি চাকুরিজীবি হতে। কুলদীপরা ছিলেন চার ভাই-বোন। তাঁদের সকলের মধ্যে পড়াশোনার দিক থেকে কুলদীপ ছিলেন সবার সেরা। ২০০৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন কুলদীপ দ্বিবেদী (Kuldeep Dwivedi)। তারপর ২০১১ সালে পাশ করেন স্নাতকোত্তর ডিগ্রিও। পরিশ্রম আর ধৈর্য ছিল তাঁর রক্তে। শত বাধা এলেও মাথা ঠিক রেখে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি।


লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুলদীপের (Kuldeep Dwivedi) কাছে কোনও বাধাই কখনও বড় হয়ে দেখা দেয়নি। তাঁর বাবা সূর্যকান্ত দ্বিবেদী লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। পাঁচজনের সংসার ঐ সামান্য বেতনের টাকায় ভালভাবে চলত না। অভাব ছিল প্রবল। অতিরিক্ত আয়ের জন্য ক্ষেতেও দিনের বেলা কিছুক্ষণ কাজ করতেন কুলদীপের বাবা। কিন্তু তাঁর মধ্যেও কুলদীপের বাবা সূর্যকান্ত তাঁকে সবসময় প্রেরণা জোগাতেন যাতে তিনি বড় হয়ে ভারতীয় সমাজে সম্মানীয় একটি পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। ছেলের স্বপ্নপূরণের জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, কোনও কিছু বাকি রাখেননি। অর্থসাহায্য থেকে মানসিক জোর, নিরলসভাবে পাশে থেকেছেন কুলদীপের বাবা।


এলাহাবাদে থেকেই UPSC পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন কুলদীপ। তাঁর কাছে মোবাইল ফোন ছিল না। রাস্তার ধারের পিসিও কল সেন্টার থেকে ফোন করে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন কুলদীপ দ্বিবেদী। ২০১৫ সালে কুলদীপ প্রথমবার UPSC পরীক্ষায় বসেন। আর সেই পরীক্ষাতেই ২৪২ র‍্যাঙ্ক অর্জন করেন কুলদীপ। ২০১৬ সালে নাগপুরে শুরু হয় তাঁর ট্রেনিং। কোনও UPSC কোচিং ইনস্টিটিউটে ভর্তি হননি কুলদীপ দ্বিবেদী। পড়াশোনার জন্য সিনিয়র পরীক্ষার্থীদের থেকে বই ধার করে পড়তেন তিনি, বই ধার করতেন বন্ধুদের থেকেও। সব বই নিজে কেনার সামর্থ্য ছিল না। আর এভাবেই স্বপ্ন সফল হয় কুলদীপের। তাঁর জীবনের এই লড়াই বুঝিয়ে দিয়েছে লক্ষ্য যদি স্থির থাকে, কোনও বাধাই সামনে বড় হয়ে দেখা দেয় না।    


আরও পড়ুন: UPSC 2024 Notification: UPSC ২০২৪ পরীক্ষার আবেদন শুরু, কবে শেষ, কীভাবে করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI