Job News: ইন্দো-টিবেটান বর্দার পুলিশ (ITBP REcruitment) অর্থাৎ আইটিবিপি- তে নিয়োগ হতে চলেছে। হেড কনস্টেবল এবং কনস্টেবল, এই দুই পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। আইটিবি- র অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। রেজসিট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ ডিসেম্বর থেকে। আর এই প্রক্রিয়া শেষ হবে ২২ জানুয়ারি, ২০২৫ তারিখ। মোট ৫১টি শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবলের জন্য ৭টি এবং কনস্টেবল পদের জন্য ৪৪টি শূন্যপদ রয়েছে, যেখানে নিয়োগ করা হবে। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 


হেড কনস্টেবলে পদে আবেদনের জন্য আবেদনকারীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 


কনস্টেবলে পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে। এক্ষেত্রেও আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই চলবে। 


২২ জানুয়ারি, ২০২৫ তারিখের নিরিখে বয়স হিসেব করা হবে। ২৩ জানুয়ারি, ২০০০- এর আগে এবং ২২ জানুয়ারি, ২০০৭- এর পর জন্ম হলে তাঁরা আবেদন জানাতে পারবেন না। দশম শ্রেণির সার্টিফিকেটে যে জন্মতারিখ থাকবে সেটাই ধার্য করা হবে। 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট, লিখিত পরীক্ষা, প্র্যাকটিকাল পরীক্ষা, বিশদে মেডিক্যাল পরীক্ষা এবং তার রিভিউ- এই সবকিছুর মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে। 


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 


পুরুষ, অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং আর্থিক ভাবে দুর্বল বিভাগের আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অনলাইনে এই টাকা জমা দিতে হবে। এছাড়া যেসব আবেদনকারী তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।  


আরও পড়ুন- ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে শুরু আবেদন প্রক্রিয়া? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI