নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন জয়েন্ট এন্ট্রাস মেন ২০২১ এক্সামিনেশনের তৃতীয় ও চতুর্থ সেশনের মধ্যে ব্যবধান থাকবে। তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি। সংশোধিত সূচী অনুযায়ী, জেইই মেন ২০২১-এর চতুর্থ সেশনের পরীক্ষা হবে আগামী ২৬, ২৭, ৩১ আগস্ট ও ১, ২ সেপ্টেম্বর। প্রায় ৭.৩২ লক্ষ পরীক্ষার্থী ইতিমধ্যেই জেইই মেন চতুর্থ সেশনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। জেইই মেন চতুর্থ সেশনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এখনও চলছে এবং তা শেষ হবে আগামী ২১ জুলাই।
যে পরীক্ষার্থীরা এখনও জেইউ মেন চতুর্থ সেশনের জন্য আবেদন করেননি, তাঁরা তা jeemain.nta.nic.in-এর মাধ্যমে অনলাইনে করতে পারেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ট্যুইট, ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক দাবি ও পরীক্ষার্থীদের পারফরম্যান্স যাতে সর্বোচ্চ হতে পারে, সেজন্য এনটিএ-কে জেইই মেন ২০২১ পরীক্ষার তৃতীয় ও চতুর্থ সেশনের মধ্যে চার সপ্তাহের ব্যবধান রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে চতুর্থ জেইই মে সেশন ২০২১-এর পরীক্ষা ২৭ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল, যা এখন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এনটিএ তৃতীয় জেইই মেন এপ্রিল সেশন ২০২১ পরীক্ষা নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ২৫ জুলাই আয়োজন করবে। জেইই মেন ২০২১-এর চতুর্থ সেশনের পরীক্ষা হবে আগামী ২৬, ২৭, ৩১ আগস্ট ও ১, ২ সেপ্টেম্বর। তৃতীয় ও চতুর্থ সেশনের মধ্যে ব্যবধান বজায় রাখতে চতুর্থ সেশনের সূচী বদল করা হয়েছে।
এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এ বছর জেইই মেন পরীক্ষা চারটি সেশনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সেশন হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় সেশনের আয়োজন করা হয়েছিল গত ১৫ থেকে ১৮ মার্চ।
জেইই মেন পরীক্ষা ১৩ ভাষায় হয়। এগুলি হল অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালাম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলগু, উর্দু, হিন্দি, ইংরেজি ও গুজরাতি।
Education Loan Information:
Calculate Education Loan EMI