কলকাতা: ভ্যালেনটাইস ডে দেখতে দেখতে চলেই এল। প্রেমিক প্রেমিকা যুগলের কাছে এই দিনটি বিশেষ বার্তা বয়ে আনে। গভীর ভালবাসা জ্ঞাপনের একটি দিন ভ্যালেনটাইনস ডে। এই দিন প্রিয়জনদের বিশেষ মুহূর্ত কাটান অনেকে। অনেকে একান্তে রেস্তরাঁয় ডিনার বা লাঞ্চ সারেন। কারও কারও আবার পরিকল্পনা থাকে ঘুরতে যাওয়ার। তবে এসব কিছুর পাশাপাশি ভ্যালেনটাইনস ডে দিনটির শুরু হয় একটি শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে। সম্পর্কে থাকা দুই জন একে অপরকে এই দিনটির শুভেচ্ছা জানান। প্রেম দিবসের শুরুয়াৎ হয় এভাবেই‌। সেই উপলক্ষেই থাকছে কিছু বিশেষ শুভেচ্ছাবার্তা। তবে তার আগে জেনে নেওয়া যাক, কীভাবে শুরু এই দিনটির‌।


ভ্যালেনটাইস ডে-এর ইতিহাস (Valentines Day 2024 History)


বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভ্যালেনটাইন দিবসের পিছনে সেন্ট ভ্যালেনটাইন নামে এক পাদ্রীর কাহিনি শোনা যায়‌।‌ আর থেকে প্রায় ১৮০০ বছর আগে ইতালির রোমের বাসিন্দা ছিলেন তিনি। সেই সময় রোমের সম্রাট ক্লডিয়াস টু। তিনি রোমে খ্রিষ্টধর্মের প্রচার নিষিদ্ধ করেন‌। কিন্তু সেটি অমান্য করেই সেন্ট ভ্যালেনটাইন ধর্মপ্রচার করেন। সেনাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করেছিলেন ক্লডিয়াস। সেই বিবাহ পুনরায় শুরু করেন‌। এই অপরাধে ভ্যালেনটাইনকে প্রথমে কারাদণ্ড দেওয়া হয়। পরে ১৪ ফেব্রুয়ারি তাঁকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ভালবাসার জন্য এই আত্মত্যাগ আজও স্মরণ করেন সকলে। স্মরণ করেন প্রেম দিবসের মাধ্যমে।


ভ্যালেনটাইস ডে শুভেচ্ছাবার্তা (Valentines Day 2024 Wishes)



  • আগামী জীবন আরও সুন্দর হয়ে উঠতে চলেছে আমাদের। আমরা যেন দুজন দুজনের পরিপূরক হয়ে উঠতে পারি। হ্যাপি ভ্যালেনটাইস ডে প্রিয়।

  • এই জগতের সবটাই যেন প্রেম দিয়ে গড়া। আমি তুমি, সেই সুন্দর অনুভূতির সাক্ষ্য বয়ে নিয়ে যাব, আজীবন। হ্যাপি ভ্যালেনটাইস ডে।

  • এতরকম বাধা পেরিয়েও আজকের দিনটি তোমার আমার একসঙ্গে কাটছে। এভাবেই যেন সারাটা জীবন কাটে। হ্যাপি ভ্যালেনটাইস ডে। 

  • আমার জীবনে খুঁজে পাওয়া সেরা সম্পদ হলে তুমি। তোমাকে নিয়েই জীবনের বাকিটা পথ চলতে চাই। পাশে থেকো সারাজীবন‌। হ্যাপি ভ্যালেনটাইস ডে।

  • বিপদে আপদে যে পাশে থাকে, সেই বন্ধু। তুমি আমার সুখদুঃখেও সঙ্গী। বন্ধুর থেকেও বিশেষ যেন এই সম্পর্ক। হ্যাপি ভ্যালেনটাইস ডে।

  • ভালোবাসার বাঁচতে চায় সকলেই। তোমার হাত ধরে আমি আবার সেই স্বপ্নকে বাস্তব হতে দেখলাম। হ্যাপি ভ্যালেনটাইস ডে।


আরও পডুন - Kiss Day 2024: কোন চুম্বনের জন্য 'কিস ডে' উদযাপন ?