JEE Main 2022 Update: ২০২১ থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। জয়েন্টে জালিয়াতি রুখতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। জেনে নিন, কী সেই নিয়ম।


JEE Main 2022: শহর নির্বাচন
জয়েন্ট এন্ট্রান্স মেইনের ২০২১ সালে ঘটেছিল এই জালিয়াতি। দেখা গিয়েছিল দেশের বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসাবে কিছু নির্দিষ্ট সেন্টারকে বেছে নিচ্ছেন। পরে তদন্তের পর জানা যায়, ওইসব সেন্টারের সঙ্গে গোপনে আঁতাত ছিল জয়েন্টের কোচিং সেন্টারগুলির। এবার সেই প্রতারণা চক্রকে ভাঙতে নতুন নিয়ম করেছে NTA। যেখানে কোনও পরীক্ষার্থী তার স্থায়ী বা বর্তমান ঠিকানা অনুযায়ী শহরের পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন। কেবল রেজিস্ট্রেশনের সময় এই ঠিকানার স্থান পূরণ করা যাবে। পরে চাইলেও সেই ঠিকানা পরিবর্তন করা যাবে না।


JEE Main 2022:  যাচাই পদ্ধতি


পরীক্ষার্থী আসল কিনা জানতে তা রেজিস্ট্রেশনের সময় যাচাই করে নেওয়া হবে। অন্তত সেই পথেই হেঁটেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সেই কারণে এই বছর থেকেই প্রথম ওটিপি পক্রিয়া চালু করেছে কর্তৃপক্ষ। যেখানে রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার্থীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। পরীক্ষার্থীর ইমেলে পাঠানো হবে এই OTP। প্রার্থীকে পরীক্ষার ফি জমা দেওয়ার সময় এই ওয়ান টাইম পাসওয়ার্ড লিখতে হবে। তবেই পাওয়া যাবে পরীক্ষায় বসার ছাড়পত্র।


JEE Main 2022:  নামাতে হবে নতুন অ্যাপ


পরীক্ষার্থীদের NTA-র বার্তা পেতে SANDES অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। SMS / EMAIL ছাড়াও এই অ্যাপ থেকে বার্তা পাঠানো হবে পরীক্ষার্থীর কাছে। কনফারমেশন পেজ ও ফাইনাল স্কোর কার্ডের একটা কপি পরীক্ষার্থীর ইমেলের ঠিকানায় পাঠাবে NTA। সব পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নতি রাখার জন্য UMANG ও Digi Locker-এর সুবিধা দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেই ক্ষেত্রে পরীক্ষার্থীরা কনফারমেশন পেজ, স্কোর কার্ড, অ্যাডমিট কার্ড রাখতে পারবে এখানে।


JEE Main 2022:  রিয়েল টাইমে দেখা হবে ছবি


ছবি যাচাই করা হবে রেজিস্ট্রেশনের সময়। প্রার্থী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় দেখে নেওয়া হবে তার ছবি। সেই ক্ষেত্রে থাকবে না কোনও জালিয়াতির সুযোগ। ফলে একের নামে অন্য প্রার্থী দিতে পারবেন না পরীক্ষা।


JEE Main 2022: আধার নম্বর প্রয়োজন


আবেদনপত্র পূরণের সময় আধার নম্বর জমা দিতে হবে পরীক্ষার্থীকে। তবে এই নম্বর আবেদনকারীর ক্ষেত্রে আবশ্যিক করেনি কর্তৃপক্ষ।  এ ছাড়াও আগেরবারের মতো ৪টি পর্বে হবে না পরীক্ষা। তার পরিবর্তে দুটি পর্বে শেষ হবে JEE Main 2022 ।


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI