নয়াদিল্লি: প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্টের মেন (JEE Main) পরীক্ষার ফল। যে পরীক্ষার্থীরা জেইই-মেনের ফেব্রুয়ারি সেশনের পরীক্ষা দিয়েছেন, তাঁরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ফলাফল দেখতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে রাত ৯টা বাজার অল্প কিছুক্ষণ আগে প্রকাশিত হয় রেজাল্ট।
সোমবার সন্ধ্যায় টুইটারে রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, 'আর কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় জয়েন্টের মেন (JEE Main) ফেব্রুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নজর রাখুন।' যার ৩ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হল ফলাফল ৷
রেজাল্ট দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান। হোম পেজে গিয়ে ‘JEE Mains 2021 February results’ লিঙ্কে ক্লিক করুন। নিজের তথ্য দিয়ে লগ ইন করুন ৷ সেখানেই দেখা যাবে জেইই মেইনের ফেব্রুয়ারি সেশনের পরীক্ষার ফলাফল ৷
Education Loan Information:
Calculate Education Loan EMI