Question Paper Leak: পরীক্ষার আগেই ফাঁস প্রশ্নপত্র। দাম মাত্র ৩৫০ টাকা। টাকা দিলে হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে প্রশ্নপত্র। আর প্রশ্ন ফাঁসের এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই কাণ্ড ঘটেছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ম্যাট্রিক বোর্ডের অর্থাৎ দশম শ্রেণির হিন্দি এবং বিজ্ঞানের প্রশ্ন ফাঁস হয়েছে। আপাতত এই দুই বিষয়ের পরীক্ষা বাতিল করেছে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল। আর এমন ডামাডোলের পরিস্থিতিতেই প্রশ্ন ফাঁস সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ছাত্রছাত্রী এবং অভিভাবক, উভয় পক্ষের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র ৩৫০ টাকার বিনিময়ে পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডের ম্যাট্রিক বোর্ডের হিন্দি এবং বিজ্ঞানের প্রশ্নপত্র। অভিযোগ উঠেছে প্রিন্স নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তিনিই কিউআর কোড পাঠিয়ে টাকা আদায় করেছেন এবং বিক্রি করেছেন প্রশ্নপত্র। আর সবটাই হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে।
কোডারমা এবং গিরিডি জেলা থেকে প্রথম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ্যে এসেছিল। এই দুই জেলার পর প্রশ্নপত্র ভাইরাল হয়েছে পালামৌ এবং রাঁচি জেলায়। হোয়াটসঅ্যাপ গ্রুপেই ঘুরছিল প্রশ্নপত্র। জানা গিয়েছে, ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো ইতিমধ্যেই কাউন্সিলের সচিব জয়ন্ত মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যদিকে কাউন্সিলের তরফে আবার বলা হয়েছে এমন খবরকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে।
কোডারমা জেলা থেকে পাওয়া তথ্য অনুসারে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল যার নাম ছিল টেক বোর্ড এক্সামিনেশন। দু'তিনদিন আগে সেই গ্রুপে যুক্ত হওয়া জন্য লিঙ্ক পাঠানো হয়। গ্রুপে যুক্ত হওয়ার পর প্রশ্নপত্র দেওয়া হয় ইউজারদের। এর জন্য কিউ আর কোডের মাধ্যমে তাদের থেকে ৩৫০ টাকা করে চাওয়া হয়। প্রশ্নপত্র ছিল পিডিএফ ফরম্যাটে। তা আনলক করার জন্য অর্থাৎ খোলার জন্য বিশেষ পাসওয়ার্ড তৈরি করা হয়েছিল। যাঁরা টাকা দেবেন, তাঁরাই পাবেন পাসওয়ার্ড। এই ছিল পদ্ধতি।
বৃহস্পতিবার ছিল পরীক্ষা। সকালে প্রথম ধাপে বিজ্ঞানের পরীক্ষার সময় যে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়া হয় তা আগে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে এই খবর প্রকাশ্যে আসে। হইচই শুরু হয় ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলে। দ্রুত রাজ্য সরকারকে গোটা বিষয়টি জানানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্য সচিব উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের অধ্যক্ষ জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে।
তথ্যসূত্র- আইএএনএস
Education Loan Information:
Calculate Education Loan EMI