Job News: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU Recruitment 2024) বিভিন্ন পদে নেওয়া হবে ২৫৮ জন কর্মী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই পদের আবেদন। তবে সবই হবে অ-শিক্ষক পদে নিয়োগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আবেদনের শেষ দিন বাড়ান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আগে বলা হয়েছিল ২২ জানুয়ারি পর্যন্ত গ্রুপ এ ও গ্রুপ বি পদের জন্য আবেদন করা যাবে, সেখানে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৫ ফেব্রুয়ারি। তবে একইসঙ্গে এও জানানো হয়েছে যে আবেদন পত্র অনলাইনে জমা করার পর সংশ্লিষ্ট নথি সহ বিশ্ববিদ্যালয়ের অফিসে হার্ডকপি জমা করা শেষ দিন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এখনও যারা এই পদে আবেদন করেননি, দেখে নিন কীভাবে করবেন, কী যোগ্যতা প্রয়োজন।
শূন্যপদ
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার- ৩ টি
সিস্টেম ইঞ্জিনিয়ার- ১টি
জুনিয়র মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার / নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার- ১টি
ডেপুটি লাইব্রেরিয়ান- ২টি
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান- ৪টি
চিফ নার্সিং অফিসার- ১টি
নার্সিং সুপারিনটেন্ডেন্ট- ২টি
মেডিকেল অফিসার- ২৩টি
নার্সিং অফিসার- ২২১টি
আবেদন ফি
এই সমস্ত আবেদনের জন্য (BHU Recruitment 2024) অসংরক্ষিত, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা (গ্রুপ এ পদের জন্য) এবং ৫০০ টাকা (গ্রুপ বি পদের জন্য)। অন্যদিকে SC, ST, PwD এবং মহিলা প্রার্থীকে কোনও আবেদন ফি দিতে হবে না।
বেতনক্রম
গ্রুপ এ পদে নির্বাচিত প্রার্থীরা মূলত ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ২,১৭,১০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। অন্যদিকে গ্রুপ বি পদে নির্বাচিত প্রার্থীরা ৪৪,৯০০ টাকা থেকে শুরু করে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
কীভাবে আবেদন করবেন ?
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট bhu.ac.in-এ যেতে হবে প্রথমে।
- হোমপেজ থেকে Recruitment ট্যাবে ক্লিক করতে হবে।
- এই ট্যাব থেকে সিলেক্ট করতে হবে Non-Teaching Posts' লিঙ্কে।
- সেখানে 'Advertisement No. 20/2023-2024 (Non-teaching positions under Group A & B)'-এর আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র পূরণ করতে হবে।
- প্রথমে হবে রেজিস্ট্রেশন, তারপর নথি জমা করতে হবে, আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে আবেদন সাবমিট করতে হবে।
- অবশ্যই আবেদন জমা করার পর এর একটা হার্ডকপি প্রিন্ট আউট করে নিতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
আরও পড়ুন: ISRO recruitment 2024: নিয়োগ চলছে ইসরোতে, কোন পদে ? কীভাবে আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI