Job News: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-তে নিয়োগ চলছে। বৈজ্ঞানিক এবং প্রকৌশলী পদে লোক নেওয়া হবে। তাছাড়াও আরও বেশ কিছু পদে নিয়োগ হবে এই সংস্থায়। বলা ভাল, ইসরোর অধীনে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারেই হবে এই নিয়োগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ পর্যন্ত।


শূন্যপদ


মোট ৪১টি শূন্যপদে লোক নেওয়া হবে ইসরোতে (ISRO)। এর মধ্যে ৩৫টি পদেই নেওয়া হবে বৈজ্ঞানিক এবং প্রকৌশলী। তবে অসংরক্ষিত পদের ক্ষেত্রে এই নিয়োগ প্রযোজ্য নয়। সবকটি পদই সংরক্ষিত। বৈজ্ঞানিক এবং প্রকৌশলী নেওয়া হবে SC বিভাগে, এছাড়া ১টি পদে SC মেডিকেল অফিসার, ২টি পদে নার্স বি এবং সবশেষে ৩ জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে। বৈজ্ঞানিক এবং প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ইকোলজি, জিওইনফরমেটিকস, জিওলজি, জিওফিজিক্স, সয়েল সায়েন্স, আর্বান স্টাডিজ, ওয়াটার রিসোর্সেস ইত্যাদি বিষয়ে নিয়োগ চলছে।


বয়সের সীমা


এই সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে। তবে কিছু কিছু পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ২৮ বছর এবং কিছু কিছু পদের জন্য এই বয়সের সীমা থাকবে ৩৫ বছর। আগ্রহী প্রার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পাবেন ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট www.nrsc.gov.in থেকে।  


আবেদন ফি


এই সমস্ত পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে প্রত্যেক প্রার্থীকে দিতে হবে ২৫০ টাকা। তবে আবেদনের প্রসেসিং ফি হিসেবে প্রত্যেককে আরও ৭৫০ টাকা দিতে হবে।


বেতনক্রম


বৈজ্ঞানিক, প্রকৌশলী এবং মেডিকেল অফিসার পদে বেতনক্রম থাকছে ৮১,৯০৬ টাকা আনুমানিক। অন্যদিকে নার্স বি এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ৬৫,৫৫৪ টাকা। মূলত 7th Pay Level ধার্য হবে এই সমস্ত পদের বেতনক্রমের ক্ষেত্রে।  


আবেদনের সময়সীমা


১২ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত করা যাবে আবেদন। 


কীভাবে আবেদন করবেন ?



  • প্রথমেই প্রার্থীকে যেতে হবে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট nrsc.gov.in-এ।

  • হোমপেজেই দেখা যাবে Recruitment for the posts of Scientist Engineer 'SC', Medical Officer 'SC', Nurse 'B' & Library Assistant 'A'.(ADVERTISEMENT NO. NRSC-RMT-1-2024)” ট্যাব। এখানে ক্লিক করতে হবে।

  • একটা নতুন পেজ খুলে যাবে যেখানে Apply লিঙ্কে ক্লিক করতে হবে।

  • আবেদন পত্র সম্পূর্ণরূপে পূরণ করে সমস্ত নথি জমা করতে হবে।

  • ফর্ম সাবমিট করে এর একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।


বিস্তারিত তথ্য জানতে নিয়োগ সংক্রান্ত সরকারি সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ফলো করুন। 


আরও পড়ুন: HS Biology Suggestion 2024 : উচ্চমাধ্যমিকে বায়োলজিতে চাই ফুল-মার্কস? হাতে-গরম সাজেশন এবিপি লাইভে


Education Loan Information:

Calculate Education Loan EMI