Job News: চাকরির সুযোগ রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India)। নিয়োগ হবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। 'জোন বেসড অফিসার' নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in - এর মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে। মোট ২৬৬টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। ২১ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চালু থাকবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য অনলাইন পরীক্ষা হতে পারে মার্চ মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে 

  • আহমেদাবাদ- ১২৩টি শূন্যপদ 
  • চেন্নাই- ৫৮টি শূন্যপদ 
  • গুয়াহাটি- ৪৩টি শূন্যপদ 
  • হায়দরাবাদ- ৪২টি শূন্যপদ 

কারা আবেদন করতে পারবেন, আবেদনকারীদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা, দেখে নিন 

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও স্বীকৃত এবং অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে আবেদনকারীদের। এছাড়া সমতুল্য কোনও ডিগ্রি থাকলেও হবে। সেই তালিকায় কেন্দ্রীয় সরকারের Integrated Dual Degree (IDD) থাকলেও আবেদন করতে পারবেন। যেসব আবেদনকারীদের মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কস্ট অ্যাকাউনট্যান্ট- এইসব শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। 

যাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে (৩০ নভেম্বর, ২০২৪ অনুসারে) তাঁরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্ম ৩০/১১/২০২৩- এর পরে কিংবা ১/১২/১৯৯২- এর আগে হওয়া চলবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ১২০ নম্বরের। মোট ১২০টি প্রশ্ন থাকবে। ৮০ মিনিটের পরীক্ষা হবে এটি। কমন রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের নিরিখে ৭০:৩০ অনুপাতে নম্বর ভাগ করা হবে। মেরিট লিস্ট বা মেধা তালিকা তৈরি করা হবে অঞ্চল ভিত্তিক এবং ক্যাটেগরি ভিত্তিক অর্থাৎ জোন এবং ক্যাটেগরির নিরিখে। অনলাইন টেস্টের নম্বরের ভিত্তিতে এই মেধাতালিকা নির্মাণ করা হবে। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের কত দিতে হবে 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের ১৭৫ টাকা এবং তার সঙ্গে জিএসটি সমেত অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যান্য আবেদনকারীদের ৮৫০ টাকা এবং জিএসটি সমেত অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট- এইসবের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন- ৩২ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে রেলে, কবে পর্যন্ত আবেদন করা যাবে? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI