RVNL Recruitment: রাষ্ট্রায়ত্ত রেল বিকাশ নগমে এবার চাকরির সুযোগ। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আবেদন করতে পারবেন এই সংস্থায়। একটিমাত্র শূন্যপদে নিয়োগ হবে। কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন মাসিক ১,৮০,০০০ থেকে ৩,৪০,০০০ টাকা পর্যন্ত। দেখে নিন কীভাবে আবেদন করবেন।


শূন্যপদ


রেল বিকাশ নিগমে নিয়োগ হবে কেবলমাত্র একটি পদে। ডিরেক্টর (অপারেশনস) পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এই পদে কাজ করার আবেদন করতে পারবেন।


বয়সসীমা


এই পদে কাজের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম হতে হবে ৪৫ বছর। ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন তিনি।


শিক্ষাগত যোগ্যতা কী লাগবে


রেল বিকাশ নিগমে ডিরেক্টর পদে কাজের জন্য প্রার্থীকে প্রাথমিকভাবে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। ভাল অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে। এমবিএ বা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন এই পদে কাজের জন্য।


কাজের অভিজ্ঞতা


বিগত ১০ বছরের মধ্যে ৫ বছর কোনও রেল পরিবহন পরিকাঠামো সংস্থায় টেকনিক্যাল বা অপারেশনাল অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র লেভেল ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর। ফলে এই পদ কোনও ফ্রেশারদের জন্য নয়। অভিজ্ঞ ব্যক্তিরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।


বেতন কাঠামো


নির্বাচিত প্রার্থীরা রেল বিকাশ নিগমে ডিরেক্টর (অপারেশনস) পদে কাজের জন্য মাসিক ১,৮০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,৪০,০০০ টাকা পর্যন্ত।


কাজের মেয়াদ


মূলত এই পদে নিয়োগ অস্থায়ী ভিত্তিতে। নির্বাচিত প্রার্থী প্রাথমিকভাবে ৫ বছর কাজ করতে পারবেন সংস্থায়, অথবা কাজ করবেন তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত বা সংস্থার নির্দেশে এই কাজের মেয়াদ বাড়তেও পারে।


নির্বাচনের প্রক্রিয়া


রেল বিকাশ নিগমে কাজের জন্য প্রার্থীদের একটি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউর তারিখ, সময় ও স্থান পরে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ থেকেই প্রার্থী বাছাই করবে সংস্থা।


কীভাবে আবেদন করবেন


PESB-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন পত্র পূরণ করে নিতে হবে আগে। তারপর ঐ আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে তাঁর সঙ্গে সমস্ত নথি জুড়ে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ডাকযোগে। আগামী ১৭ এপ্রিলের মধ্যেই ডাকযোগে আবেদন পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের। তবে নোডাল অফিসারেরা এই পদে আবেদনের জন্য ২৬ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারেন।


আরও পড়ুন: Job News: ৪১টি শূন্যপদে লোক নেবে কোল ইন্ডিয়া, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ- আবেদন করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI