Recruitment 2023: চাকরি খুঁজছেন? চলতি সপ্তাহে আবেদন করতে পারেন বেশ কিছু চাকরি (Jobs and Recruitment) জন্য। ইতিমধ্যেই এইসব চাকরির রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। দেখে নিন এই সপ্তাহে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন।


ব্যাঙ্কের চাকরি- এসবিআই-তে নিয়োগ


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে। Business Correspondent Facilitator- এই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদন জমা দএয়ার শেষ তারিখ ৩১ মার্চ। ৮৬৮টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক পদ্ধতিতে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গেলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে। অবসরপ্রাপ্ত এসবিআই অফিসার, erstwhile Associates Banks of SBI (e-ABs) এবং অন্যান্য PSB-রা আবেদন জানাতে পারবেন। 


সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগ


এসবিআই- এর পাশাপাশি সেন্ট্রাল ব্যাঙ্কেও নিয়োগ হবে। Senior Management GRADE SCALE IV এবং Senior Managers in Middle Management Grade Scale III ও Managers in Middle Management Grade Scale II আর Assistant Managers in Junior Management Grade Scale I in Specialists Officers (IT) এবং মেনস্ট্রিম- এইসব পদে নিয়োগ করা হবে। সেন্ট্রাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। ১৪৭টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদন জমা দএয়ার শেষ তারিখ ১৫ মার্চ।


UPSC EPFO Jobs 2023


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি নিয়োগ করবে। অ্যাসিসট্যান্ট প্রিভিডেন্ট ফান্ড কমিশনার, এনফোর্সমেন্ট অফিসার/ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অ্যাকাউন্ট অফিসার- এই পদে নিয়োগ করা হবে। ৫৭৭টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ। upsc.gov.in অথবা upsconline.nic.in- এই দুই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। 


স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-তে নিয়োগ


ইতিমধ্যেই শুরু হয়েছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)- র Selection Post phase XI/2023- এর জন্য রেজিস্ট্রেশন। উপযুক্ত প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য পাবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ। জুন-জুলাই মাসে কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। 


West Bengal Public Service Commission


(WBPSC) সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সরকারি ওয়েবসাইটে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে এই আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনকারীরা। মার্চ পর্যন্ত চলবে এই আবেদন পর্ব। উপরন্তু অফলাইন মোডের মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ২২ মার্চ৷


রেজিস্ট্রেশনের তারিখ চেক করুন


২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন জমার প্রক্রিয়া শুরু
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ মার্চ ২০২৩ (বিকেল ৩টে পর্যন্ত)
অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১ মার্চ ২০২৩ (বিকেল ৩টে পর্যন্ত)
অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২মার্চ ২০২৩


আরও পড়ুন- স্টেট ব্যাঙ্কের পরীক্ষার ফল ঘোষিত, কীভাবে দেখবেন জেনে নিন এখানে


Education Loan Information:

Calculate Education Loan EMI