Banking Job News: আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড অপারেশন (ESO) পদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। আইডিবিআই ব্যাঙ্কের এই নিয়োগের মাধ্যমে ১০০০ শূন্যপদ পূরণ হবে। গত ৭ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৬ নভেম্বর। শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা হতে পারে।
কোন ক্যাটেগরির প্রার্থীদের জন্য কত শূন্যপদ রয়েছে
- অসংরক্ষিত শ্রেণি- ৪৪৮টি শূন্যপদ
- তফশিলি উপজাতি- ৯৪টি শূন্যপদ
- তফশিলি জাতি- ১২৭টি শূন্যপদ
- ওবিসি-দের জন্য ২৩১টি শূন্যপদ
- অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি- ১০০টি শূন্যপদ
- বিশেষভাবে সক্ষম- ৪০টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হওয়া জরুরি
যাঁরা আইডিবিআই ব্যাঙ্কের এই চাকরির জন্য আবেদন করতে চাইছেন তাঁদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকবে হবে সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে। ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। ২ অক্টোবর, ১৯৯৯- এর আগে এবং ১ অক্টোবর, ২০০৪ সালের পরে আবেদনকারীদের জন্ম হওয়া চলবে না।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ, প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্ট- এই সমস্ত পর্যায়ের মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় লজিকাল রিজনিং, ডেটা অ্যানালিস্ট এবং ইন্টারপ্রিটেশন, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস/কম্পিউটার/আইটি - এইসব বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে ২ ঘণ্টার অর্থাৎ ১২০ মিনিটের। একটি প্রশ্নের ভুল উত্তর দিলে ওই প্রশ্নের মানে ০.২৫ শতাংশ অর্থাৎ এক চতুর্থাংশ নম্বর বাদ যাবে।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য অ্যাপ্লিকেশন ফে ২৫০ টাকা। বাকিদের অ্যাপ্লিকেশন ফি ১০৫০ টাকা। এই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে।
আরও পড়ুন- উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত ? কীভাবে আবেদন করবেন ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI