Job News: বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ নিয়োগ করতে চলেছে কনস্টেবল (জেনারেল ডিউটি) গ্রুপ সি পদে। আগামীকাল ৪ নভেম্বর, ২০২৫ আবেদনের শেষ দিন। এখনও যাঁরা আবেদন করেননি, বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারেন। হাতে আর বেশি সময় নেই। আগামীকালই বন্ধ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া। তার আগে rectt.bsf.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়ে দিন। মোট শূন্যপদের সংখ্যা ৩১টি। ৪ নভেম্বর, ২০২৫ মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। 

Continues below advertisement

অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য হয়েছে 

জেনারেল এবং ওবিসি ক্যাটেগরিতে থাকা আবেদনকারীদের ১৫৯ টাকা দিতে হবে। মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের কোনও আবেদন ফি দিতে হবে না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্য কোনও ভাবে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে না।               

Continues below advertisement

বিএসএফ- এর চাকরির আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে কিংবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে একটি স্বীকৃত এবং অনুমোদিত বোর্ড থেকে। আবেদনের জন্য আবেদনকারীকে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে, যেমন- ঠিকানা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য- এইসব। স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। প্রথমে অস্থায়ী ভাবে নিয়োগ হবে। পরবর্তীতে তা স্থায়ী হতে পারে। খেলাধুলোয় ভাল এমন ব্যক্তি যাঁর মেধার প্রমাণ পাওয়া গিয়েছে, মেডেল জিতেছেন, কোনও পদ রয়েছে, খেলা সংক্রান্ত ইভেন্টে অংশ নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই স্পোর্টস কোটা কার্যকর হবে।            

গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মহিলা এবং পুরুষ, উভয়েই আবেদন জানাতে পারবে। ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীদের। গ্রুপ সি- র আওতায় এই চাকরি রয়েছে নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল ক্যাটেগরিতে। প্রথমে অস্থায়ী ভাবে নিযুক্ত করা হলেও পরে স্থায়ী করা হবে বলে শোনা গিয়েছে। নির্বাচিত হওয়া প্রার্থীদের পোস্টিং ভারত কিংবা ভারতের বাইরেও হতে পারে BSF Act, 1968 এবং BSF Rules, 1969 অনুসারে।              

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI