Jobs And Recruitments: দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation) অর্থাৎ ডিভিসি- তে চাকরির (DVC Recruitment) সুযোগ। জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ডিভিসি- র অফিশিয়াল ওয়েবসাইট dvc.gov.in- এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন অনলাইনে। মোট ৬৬টি শূন্যপদ রয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার এবং একজিকিউটিভ ট্রেনি পদে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের যা যোগ্যতা প্রয়োজন তা ডিভিসি- র অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে। 


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একঝলকে 



  • জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ২ (মেকানিকাল) - ১৬টি শূন্যপদ 

  • জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ২ (ইলেকট্রিকাল)- ২০টি শূন্যপদ 

  • জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ২ (কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন)- ২টি শূন্যপদ 

  • জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ২ (সিভিল)- ২০টি শূন্যপদ 

  • জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ২ (কমিউনিকেশন)- ২টি শূন্যপদ 

  • মাইন সারভেয়র- ৪টি শূন্যপদ 

  • এক্সিকিউটিভ ট্রেনি- (সয়েল)- ২টি শূন্যপদ 


কীভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, জেনে নিন 


যাঁরা আবেদন করবেন তাঁদের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যাঁরা সফল হবেন তাঁদের মেধা এবং শূন্যপদ অনুসারে তালিকায় নাম সাজানো হবে। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া। এই মেধাতালিকা ওয়েবসাইটে দেওয়া থাকবে। লিখিত পরীক্ষা হবে অবেজকটিভ প্রশ্ন ভিত্তিক। প্রতি প্রশ্নে থাকবে চারটি উত্তরের অপশন। সঠিক উত্তর বেছে নিতে হবে। দু'ঘণ্টার পরীক্ষা হবে। 


অ্যাপ্লিকেশন ফি 


আবেদনকারীদের মধ্যে যাঁরা জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির অন্তর্ভুক্ত তাদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যা ফেরতযোগ্য নয়। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মী এবং ডিভিসি- র বিভাগীয় কর্মরতদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা যায় না। 


আরও পড়ুন- চাকরির সুযোগ রয়েছে SEBI- তে, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI