Jobs In Bardhaman Co-Operative: রাজ্যে বর্ধমান কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। হিসাবরক্ষক, ডেয়ারি টেকনোলজিস্ট ছাড়াও অপারেটর নেওয়া হবে এখানে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন কো-অপারেটিভে।
Bardhaman Milk Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই তিনটি পদে পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ।
হিসাবরক্ষক – ০১
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে বি.কম, হিসাবরক্ষণ ছাড়াও কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। সঙ্গে ট্যালি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে আবেদনকারীর। নির্দিষ্ট ক্ষেত্রে চাকরির জন্য কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Jobs In Bardhaman Co-Operative: ডেইরি টেকনোলজিস্ট – ০১
শিক্ষাগত যোগ্যতা: দুগ্ধ প্রযুক্তি বা ডেয়ারি টেকনোলজিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে B.Tech বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুগ্ধ প্রযুক্তিতে জ্ঞান থাকাটা বাধ্যতামূলক।
Bardhaman Milk Jobs: অপারেটর - ০১
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার অথবা ডেয়ারি ট্রেড থেকে 02 বছরের কোর্স বা নির্দিষ্ট কাজের জন্য আইটিআই কোর্স করা থাকতে হবে।
Jobs In Bardhaman Co-Operative: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) নিয়ে নিচের নির্ধারিত তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য সরাসরি উপস্থিত হতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয় : ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই 25/03/2022 তারিখে বা তার আগে তাদের আবেদনপত্র bardhamanmilk@yahoo.com -এ ইমেল করতে হবে। মনে রাখবেন, ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠানো প্রার্থীরাই ওয়াক-ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: তারিখ: 29/03/2022 স্থান: সংখ্যালঘু ভবনের "সংখ্যালঘু হল", কোর্ট কম্পাউন্ড, বর্ধমান। সময়মতো নিজেদের নথি নিয়ে পৌঁছতে হবে চাকরিপ্রার্থীদের।
Official website of Bardhaman Co-Operative Milk Producers Union Limited — https://purbabardhaman.nic.in
Education Loan Information:
Calculate Education Loan EMI