Uttar Banga Krishi Viswavidyalaya Jobs: রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের (UBKV Recruitment 2021) বিজ্ঞপ্তি জারি হয়েছে। একাধিক পদে হবে নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে হবে।


Uttar Banga Krishi Viswavidyalaya Jobs: উত্তরবঙ্গের কোচবিহারের পুন্ডিবাড়ির এই বিশ্ববিদ্যালয়ে অ্যাটেন্ড্যান্ট পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে ৪জন অ্যাটেন্ড্যান্ট (Jobs- Attendant) নিয়োগ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মালদায় (Malda)বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সাব স্টেশনে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। ৩০ডিসেম্বর সরাসরি শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় আসতে হবে চাকরিপ্রার্থীদের।


Uttar Banga Krishi Viswavidyalaya Jobs: শিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ের এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অষ্টম শ্রেণি পাশ হতে হবে। সঙ্গে স্টোর, অফিস বা কোনও ফার্মে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। এই বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


UBKV Recruitment: বেতন কত ?
এই পদে বাছাই প্রার্থীদের মাসে ৯ হাজার টাকা বেতন দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটাই হবে চুক্তির ভিত্তিতে। 


Uttar Banga Krishi Viswavidyalaya Jobs: বয়স সীমা
এই পদে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। যেমন SC/ST-দের বয়স সীমা ৫ বছর ও OBC-দের ৩ বছর ছাড় দেওয়া হয়েছে। Old Alluvial Zone, Uttar Banga Krishi Viswavidyalaya, PO Mathurapur, Manikchak, Malda, Pin-732203-তে পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।


UBKV Recruitment: ইন্টারভিউয়ের দিন ও স্থান
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য চাকরিপার্থীদের Academic Building, College of Agriculture, Uttar Banga Krishi Viswavidyalaya, Majhian, P.O. Patiram, 
Dist. Dakshin Dinajpur, Pin-733133-তে আগামী ৩০ ডিসেম্বর যোগাযোগ করতে হবে।
    
Official website of District Cooch Behar — http://coochbehar.nic.in


আরও পড়ুন : Central Railway Jobs: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, কারা করতে পারবেন আবেদন ?
আরও পড়ুন : Jobs in Cooch Behar: রাজ্যে মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI