Jobs In CISF: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে (CISF) হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। নিচে চাকরির বিষয়ে বিস্তারিত দেওয়া রইল।
CISF Recruitment 2022: আবেদনের শেষ তারিখ
CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠাতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীরা GD কনস্টেবল পদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট cisf.gov.in -এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের অধীনে উত্তরাঞ্চলের চাকরিপ্রার্থীদের আবেদন করার শেষ তারিখ ৭ এপ্রিল,২০২২ নির্ধারণ করা হয়েছে।
Jobs In CISF: কারা করতে পারবেন আবেদন ?
এই রিক্রুটমেন্টের মাধ্যমে হেড কনস্টেবল (জেনারেল ডিউটি)-র ২৪৯টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীদের অবশ্যই রাজ্য / জাতীয় / আন্তর্জাতিক স্তরের খেলাধুলায় অংশগ্রহণকারী হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই দ্বাদশ উত্তীর্ণ বা ১২ ক্লাস পাশ হতে হবে। সেই ক্ষেত্রে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে আবেদনকারীকে।
CISF Recruitment 2022: বেতন কাঠামো
এই পদে নিযুক্ত হলে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী টাকা দেওয়া হবে। এই নিয়োগের অধীনে হেড কনস্টেবল পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন কাঠামো হবে। পে লেভেল-৪ মেনে দেওয়া হবে এই বেতন।
Jobs In CISF: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট cisf.gov.in -এ যোগাযোগ করতে হবে। এখানে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে জানতে পারবেন চাকরিপ্রার্থী।
CISF Recruitment 2022: কীভাবে হবে নিয়োগ ?
হেড কনস্টেবল পদে আবেদনকারীদের বিজ্ঞপ্তি অনুসারে রোল নম্বর ও প্রবেশপত্র নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দেওয়া হবে। এর পরে প্রার্থীদের শারীরিক পরীক্ষা, ডকুমেন্টেশন, ট্রায়াল নেওয়া হবে। পরবর্তীকালে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরীক্ষার পরবর্তী পর্যায় অর্থাৎ মেডিক্যাল পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়া হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI