Purulia Jobs: ভাল বেতনের চাকরি, পুরুলিয়ায় গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Librarian Jobs In Bengal: পুরুলিয়ায় গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে।
Librarian Jobs In Bengal: পুরুলিয়ায় গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে। জেনে নিন, কত বেতন, কারা করতে পারবেন এই পদে আবেদন।
Purulia Jobs: কত বেতন হবে নিযুক্তদের
পুরুলিয়ার লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা বেতন দেওয়া হবে নিযুক্তদের। লেভেল ৬ পে অনুযায়ী হবে এই বেতন। এ ছাড়াও পশ্চিমবঙ্গের রোপা নিয়ম মনে সব ধরনের সুবিধা পাবেন নিযুক্তরা। সব মিলিয়ে পুরুলিয়ায় লাইব্রেরিয়ান পদে ৩০ জনকে নেওয়া হবে।
Librarian Jobs In Bengal: কারা করতে পারবেন আবেদন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর। মনে রাখবেন বাংলা জানতে হবে আবেদনকারীকে। এই বিষয়ে আরও বিশদে জানতে সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিন। তা হলে কোনও ধন্দ থাকবে না।
Purulia Jobs: আবেদনকারীর বয়সসীমা
পুরুলিয়ায় লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এই ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর রাখা হয়েছে। তবে সরকারি সব ধরনের বয়সে ছাড়ের নিয়ম এখানে প্রযোজ্য।
Librarian Jobs In Bengal: কীভাবে হবে প্রার্থী নির্বাচন ?
লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ছাড়াও ইন্টারভিউ দিতে হবে।
Murshidabad Jobs: মুর্শিদাবাদে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকার সমর্থিত গ্রামীণ লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান নিয়োগ করবে কর্তৃপক্ষ। উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা কেবল অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
Jobs In West Bengal: কোন কোন ওয়েবসাইটে যোগাযোগ করবেন ?
মুর্শিদাবাদের গ্রামীণ লাইব্রেরিতে এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে www.murshidabad.gov.in ছাড়াও http.//lib.recruitmentmurshidabad.in ওয়েবপোর্টাল দেখে নিন। এখানেই চাকরি সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন। এখানেই কীভাবে আবেদন করতে হবে সব দেওয়া থাকবে।
Murshidabad Jobs: এখানে রইল গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদনের ক্ষেত্রে ১৫.০৬.২০২৩-এর মধ্যে চাকরিপ্রার্থীদের অনলাইনে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এই দিন মধ্যরাত অর্থাৎ রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে। লিখিত পরীক্ষার তারিখ রাখা হয়েছে ৩০.০৭.২০২৩
Education Loan Information:
Calculate Education Loan EMI