Kolkata City NUHM Society Jobs: কলকাতায় ন্যাশনাল আরবান রুরাল হেলথ মিশনের অ্ধীনে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে চাকরিপ্রার্থীদের।
NUHM Recruitment 2021: বিজ্ঞপ্তি অনুসারে সব মিলিয়ে ১৪টি পদে হবে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ।
LABORATORY TECHNICIAN – 14 Posts
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১২ পাশ করা বাধ্যতামূলক। সেখানে আবেদনকারীর পাঠ্যক্রমে Physics, Chemistry and Biology/ Mathematics থাকাটা আবশ্যিক। এ ছাড়াও তাঁর মেডিক্যাল ল্যাবরোটরি টেকনোলজিতে ডিপ্লোমার শংসাপত্র থাকতে হবে। এই যোগ্যতার পাশাপাশি চাকরিপ্রার্থীর কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন এমএস অফিস, ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক। চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
NUHM Recruitment 2021: বয়স সীমা
এই ক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
Kolkata City NUHM Society Jobs: প্রার্থী বাছাই
এই পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছাড়াও তাঁর প্র্যাকটিক্যাল টেস্ট ও কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করে হবে নিয়োগ। ইন্টারভিউ ও পরীক্ষার দিনক্ষণের বিষয়ে চাকরিপ্রার্থীদের Kolkata City NUHM Society — https://www.kmcgov.in-এ জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন ?
ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society “CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013 ঠিকানায় তাদের শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়স সীমা ছাড়াও অভিজ্ঞতার শংসাপত্র পাঠাতে হবে।২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র।
Official website of Kolkata City NUHM Society — https://www.kmcgov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI