Kolkata Metro Recruitment: কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে এবার নিয়োগ হবে। চাকরির সুযোগ রয়েছে কলকাতা মেট্রোতে। IRSEE অফিসারদের জন্য জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ এক্ষেত্রে মাত্র একটিই। নির্বাচিত প্রার্থীকে কলকাতা মেট্রোতে (Kolkata Metro Recruitment) আগামী ৫ বছরের জন্য কাজ করতে হবে। এই পদে আবেদন করতে চাইলে দেখে নিন আবেদনের বিস্তারিত পদ্ধতি এবং বেতন সহ অন্যান্য সমস্ত তথ্য।
শূন্যপদ
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে জেনারেল ম্যানেজার পদে একটিমাত্র শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত IRSEE অফিসারদের জন্যেই এই নিয়োগের সুবিধা চালু করেছে কলকাতা মেট্রো। মূলত ইলেকট্রিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার পদেই হবে এই নিয়োগ।
বয়সসীমা
কলকাতা মেট্রোতে (Kolkata Metro Recruitment) জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৫৫ বছরের উপর না হয়।
কাজের মেয়াদ
এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। কলকাতা মেট্রোতে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত হলে প্রার্থীকে ৫ বছর এই সংস্থায় কাজের সুযোগ দেওয়া হবে ডেপুটেশনের ভিত্তিতে।
বেতন
ডেপুটেশন অ্যালাউয়েন্স, পার্কস সহ প্যারেন্ট পে দেওয়া হবে এই পদে নির্বাচিত প্রার্থীকে। অর্থাৎ IRSEE পদে কর্মরত অফিসাররা যে বেতন পেতেন এক্ষেত্রেও একই বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
IRSEE অফিসার হিসেবে লেভেল ৪-এর বেতনক্রমে কাজের অভিজ্ঞতা বা CPSU-র সমতুল গ্রেড অফিসার হতে হবে আগ্রহী প্রার্থীকে। অন্যদিকে আবেদন করার সময় কোনও প্রার্থী যদি IRSEE অফিসার হিসেবে HOD বা SAG পদে কাজ করেন তবে তিনি এই পদে কাজের জন্য আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন করবেন
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র (Kolkata Metro Recruitment) ডাউনলোড করে তা যথাযথ নথি সহ পূরণ করে কলকাতা মেট্রো রেলের দফতরে ডাকযোগে পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের। নির্ধারিত ঠিকানা হল- জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও এইচআর), কলকাতা মেট্রো রেল কর্পোরেশন, মুন্সি প্রেমচাঁদ সরণি, KMRCL ভবন, HRBC অফিস কম্পাউন্ড, কলকাতা- ৭০০০২১।
বিগত ৯ মে প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। এই দিন থেকে ৩০ দিন অর্থাৎ আগামী ৮ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। এরপর কোনও আবেদনপত্র জমা হলে, তা গৃহীত হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI