Telecom Operator: ভারতের কেন্দ্রীয় টেলিকম দফতর (DoT) সম্প্রতি ২৮,২০০টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দিয়েছে টেলিকম অপারেটরগুলিকে। একইসঙ্গে ২০ লক্ষ মোবাইল নম্বর আবার নতুন করে যাচাই করার প্রক্রিয়া শুরু করতে বলেছে টেলিকম বিভাগ। এই নম্বরগুলি কোনও সাইবার অপরাধের (Cyber Fraud) সঙ্গে জড়িত কিনা তা যাচাই করে দেখতে নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ। ১০ মে বৃহস্পতিবার এই বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছে ভারতের কেন্দ্রীয় টেলিকম বিভাগ।


কেন্দ্রীয় টেলিকম বিভাগ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশ যৌথভাবে সাইবার অপরাধ এবং টেলিকম অপারেটরগুলিকে ব্যবহার করে আর্থিক জালিয়াতি (Cyber Fraud) রুখতে কড়া পদক্ষেপ করেছে। ডিজিটাল ঝুঁকির হাত থেকে নাগরিকদের সুরক্ষা দিতে এবং জালিয়াত প্রতারকদের কড়া সাজা দিয়ে তাঁদের কার্যকলাপ বন্ধ করতে তৎপর হয়েছে এই তিন সংস্থা। বিশেষজ্ঞদের সমীক্ষা অনুযায়ী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য পুলিশ খুঁজে বের করেছে যে, ২৮,২০০টি মোবাইল হ্যান্ডসেট সাইবার অপরাধের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, এই মোবাইল হ্যান্ডসেটগুলির সঙ্গে সঙ্গে ২০ লাখ মোবাইল নম্বরও জুড়ে আছে সাইবার অপরাধের সঙ্গে।


ফলে দেশের মধ্যে সমস্ত টেলিকম অপারেটরগুলিকে কেন্দ্রীয় টেলিকম বিভাগ (DoT) নির্দেশিকা জারি করে জানিয়েছে, এই ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার জন্য এবং এর সঙ্গে সংযুক্ত ২০ লাখ মোবাইল নম্বরকেও পুনরায় যাচাই করার জন্য পাঠাতে হবে। এমনকী প্রয়োজনে এই নম্বরগুলির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে।


টেলিকম বিভাগ এর দু-মাসে আগে মোবাইল নম্বরে জালিয়াতি রুখতে চালু করেছে Chaksu পোর্টাল। আর এই পোর্টাল চালু হওয়ার পর থেকে সাইবার অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ৫২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। ৩৪৮টি মোবাইল হ্যান্ডসেট ব্লক, ১০,৮৩৪টি সন্দেহজনক মোবাইল নম্বর পুনরায় যাচাই করার জন্য পাঠিয়েছে টেলিকম বিভাগ। এই বছরে ৩০ এপ্রিল থেকে কেন্দ্রীয় টেলিকম দফতর ১.৬৬ কোটি মোবাইল কানেকশন ব্লক করেছে, এর মধ্যে ৩০.১৪ লাখ নম্বর বিচ্ছিন্ন করা হয়েছে ব্যবহারকারীদের আবেদনের ভিত্তিতে এবং বাকি ৫৩.৭৮ লাখ নম্বর বিচ্ছিন্ন করা হয়েছে নতুন সিম কার্ড নেওয়ার সীমা লঙ্ঘন করার জন্য।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Tech Tips: মাঝে মাঝেই হ্যাং হচ্ছে ফোন, থাকছে না ইন্টারনেট কানেকশন, কীভাবে সুরাহা হবে? দেখে নিন সহজ কয়েকটি টিপস