কলকাতা: আইএসসি-তে (ISC) প্রথম ৫ স্থানাধিকারীর মধ্যে রয়েছেন বাংলার (West Bengal) ২ পড়ুয়া। মান্য গুপ্ত (Manya Gupta) এবং শুভম আগরওয়াল। কলকাতার হেরিটেজ স্কুলের পড়ুয়া মান্য গুপ্ত। শুভম আগরওয়াল ছিলেন ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়া। 



আর কী?
শুধু প্রথম নয়, আইএসসি-তে গোটা দেশের মধ্যে আরও বেশ কয়েকটি স্থান দখল করেছেন বাংলার পড়ুয়ারা। নির্দিষ্ট করে বললে এই রাজ্যের অন্তত ছ'জন তৃতীয় স্থানে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন,  কলকাতার জি ডি বিড়লার শুভশ্রী সাহু, হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার, বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত, কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুষা মাইতি, কলকাতার জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ঐশী গঙ্গোপাধ্যায়, কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লসের অন্তরা বন্দ্যোপাধ্যায়।

নজরকাড়া সাফল্য আইসিএসই-তেও...
পাল্লা দিয়ে সাফল্য এসেছে আইসিএসই-তেও। আইসিএসই-তে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে রয়েছেন বাংলার সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। দেশে দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে বাংলারই ৫ জন। কারা তারা? কলকাতার পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের অনুরাগ নন্দী, মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানি, কলকাতার ডে পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস, জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান, কলকাতার গার্ডেন হাই স্কুলের আরণ্যক রায়, ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী। 


কী ভাবে দেখবেন ফলাফল?



  • results.cisce.org এই ওয়েবসাইটে যেতে হবে

  • এরপর UID এবং ইনডেক্স নম্বর দিয়ে সাবমিট করতে হবে।

  • এরপরই দেখা যাবে রেজাল্ট।

  • সেখান থেকে ডাউনলোডও করে নেওয়া যাবে।


কীভাবে SMS-এর মাধ্যমে দেখবেন ফল?


ICSE- র রেজাল্ট দেখার জন্য ICSE (স্পেস) ইউনিক আইডি লিখে 09248082883 এই নম্বরে পাঠাতে হবে। পাঠানোর পরই SMS-র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফল। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ইংরেজি ভাষা দিয়ে শুরু হয়েছিল আইসিএসই পরীক্ষা। পরীক্ষা শেষ হয় জীববিদ্যা দিয়ে, ২৯ মার্চ। আইএসসি পরীক্ষা শুরু হয় ইংরেজি দিয়ে, ১৩ ফেব্রুয়ারি। ৩১ মার্চ পরিবেশ বিজ্ঞান দিয়ে পরীক্ষা শেষ হয়। মোট তিন ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট। পরীক্ষার যে বিধিনিয়ম বোর্ড জানিয়েছিল, তা হল- পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসে যেতে হবে পরীক্ষার্থীকে। দেরিতে পৌঁছলে, তার উপযুক্ত কারণ জানাতে হবে। কারণ উপযুক্ত মনে না হলে, আধ ঘণ্টার বেশি দেরিতে পৌঁছলে, প্রশ্নপত্র দেওয়া হবে না পরীক্ষার্থীকে। 


আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?


Education Loan Information:

Calculate Education Loan EMI