নয়াদিল্লি: সরকারি চাকরি খুঁজছেন!যুব প্রজন্মের কাছে এবার সুবর্ণ সুযোগ। জুনিয়র কনটেন্ট রাইটার থেকে একাধিক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে লোকসভায়। এই বিষয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের লোকসভার অফিশিয়াল ওয়েবসাইট www.loksabha.nic.in-এ যোগাযোগ করতে হবে।


কোন কোন পদে হবে নিয়োগ ?
লোকসভার সচিবালয়ে জুনিয়র কনটেন্ট রাইটার, কনসালটেন্ট ছাড়াও ইভেন্ট ম্যানেজার ও ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সব মিলিয়ে ১১ জনকে নিয়োগ করা সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লোকসভার বিজ্ঞপ্তি অনুসারে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আপাতত এক বছরের জন্য এই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে নিযুক্তকে। পরবর্তীকালে পারফরম্যান্সের ভিত্তিতে আরও ২ বছর চুক্তির মেয়াদ বাড়তে পারে নিযুক্তদের।একইভাবে নিযুক্ত ব্যক্তি যদি কর্তৃপক্ষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তাহলে কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। এই ক্ষেত্রে পুরো ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের হাতে।


কী কাজ করতে হবে নিযুক্তদের ?
বেশিরভাগ ক্ষেত্রে কনসালটেন্টদের বক্তৃতা, বক্তব্যের বিষয়বস্তু, মেসেজের ওপর নজর রাখতে হবে। এ ছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও লোকসভা সচিবালয়ের একাধিক কাজের দায়িত্ব দেওয়া হবে এই কনসালটেন্টদের। এই পদে আবেদনের জন্য www.loksabha.nic.in-এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে এই অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর। 


কোন পদে কত নিয়োগ ? 


সোশ্যাল মিডিয়া মার্কেটিং (সিনিয়র কনসালটেন্ট)- ১টি পদ
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (জুনিয়র কনসালটেন্ট)- ১টি পদ
সিনিয়র কনটেন্ট রাইটার মিডিয়া/অ্যানালিস্ট (হিন্দি)-১টি পদ
জুনিয়র কনটেন্ট রাইটার (হিন্দি)-১টি পদ
জুনিয়র কনটেন্ট রাইটার (ইংলিশ)-১টি পদ
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (জুনিয়র অ্যাসোসিয়েট)-৫টি পদ
ইভেন্ট ম্যানেজার-১টি পদ
 
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে লোকসভার সচিবালয়ে এই নিয়োগ। বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ বোর্ডের মাধ্যমেই সিলেকশন হবে। চাকরিপ্রার্থীদের একটা বিষয় মাথায় রাখতে হবে, একবার সিলেকশন হয়ে গেলে আর প্রার্থীপদ প্রত্যাহার করতে পারবেন না তাঁরা। বাছাই পর্ব শেষ হলেই কাজে যোগ দিতে হবে তাদের। নিয়োগের বিষয়ে বিশদে জানতে লোকসভার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।   


আরও পড়ুন :  UPSC ESE 2022 Notification: ২৪৭টি পদে হবে নিয়োগ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল UPSC


আরও পড়ুন : Garden Reach Apprentice Recruitment 2021 : কলকাতায় গার্ডেনরিচে ২৫৬ পদে হবে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন : Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ


আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI