কলকাতা: সামনের বছরে কবে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তা ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। ২৫ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে থেকে।
কী রয়েছে বিজ্ঞপ্তিতে?
এদিনের বিজ্ঞপ্তিতে [নোটিশ নম্বর DC(C)/07124] লেখা রয়েছে (Madhyamik Exam 2025 Date), আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ হিসেব করলে আগামী মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর গোটা এক বছরও বাকি নেই।
২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু ও শেষের তারিখ প্রকাশ করলেও কবে কোন পরীক্ষা হবে তা বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী এই বছরের অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik exam 2024 Result) ফলপ্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার যাবতীয় তথ্য (Madhyamik Exam 2025 Schedule) প্রকাশ করা হবে।
এই বছরের মাধ্যমিক পরীক্ষা:
২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষায় বসেছিলেন ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এই বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন হয়েছিল। এ বার মাধ্যমিক শুরু হয়েছিল সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। শেষ হয়েছিল বেলা ১ টায়। যদিও ভোকেশনাল বিষয়, ভিস্যুয়াল আর্ট, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সময় এক ছিল না। সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯টা ৪৫ মিনিটে। শেষ হয়েছে ১১টা ৪৫ মিনিটে। সকাল ৬টায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিলি করা হয়েছে প্রশ্নপত্র। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের বাক্স পৌঁছনোর নিয়ম ছিল সকাল ৮টার মধ্য়ে। ভোর থেকে পরীক্ষাকেন্দ্রে মোতায়েন ছিল পুলিশ। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পেরেছে পরীক্ষার্থীরা। সকাল আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পেরেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
এই বছর নকল ও প্রশ্নফাঁস রুখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো ছিল। ফলে কেউ পাতার ছবি তুললেই কোথা তেকে কে ওই ছবি তুলেছে তা স্পষ্ট হয়ে যাবে বলা হয়েছিল। কার্যক্ষেত্রেও তেমনটিই হয়েছিল। একাধিক বার প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল হয়েছে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা।
আরও পড়ুন: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের
Education Loan Information:
Calculate Education Loan EMI