Recruitment In Malda Medical College : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর ও কো-অর্ডিনেটর পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট দিনে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।
CO-ORDINATOR – 01 Postশিক্ষাগত যোগ্যতা- হেলথ কেয়ার ম্যানেজমেন্টে বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন ও এমএস অফিস জানতে হবে চাকরিপ্রার্থীদের।অভিজ্ঞতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ২ বছরের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
DATA ENTRY OPERATOR: 01 Postশিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।এ ছাড়াও এমএস অফিস সুট, ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।অভিজ্ঞতা-এই ক্ষেত্র আবেদনকারীকে সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। সেখানে বাধ্যতামূলকভাবে কম্পিউটার টেস্ট দিতে হবে আবেদনকারীদের।
কীভাবে আবেদন করবেন ?চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট ছাড়াও অভিজ্ঞতার প্রমাণপত্র নিয়ে Principal Office, 1st Floor, Academic Building, Malda Medical College, Malda-র ঠিকানায় সরাসরি ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। আগামী ১৪ ডিসেম্বর হবে কো-অর্ডিনেটরদের ইন্টারভিউ।আবেদনকারীদের সকাল ১১টায় ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। ১৫ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে ডেটা এন্ট্রি অপারেটরদের।
Official website of Malda Medical College & Hospital, Malda — https://www.malda.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI