কলকাতা: করোনা আবহে এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দিল্লি বোর্ডের মতো ? ২টি সিমেস্টারে হবে এবারের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? এব্যাপারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রস্তাব চাইল রাজ্য সরকার। পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এ ব্যাপারে প্রস্তাব জানতে চাওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ ও সংসদ।
করোনা আবহে বোর্ডের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে আইসিএসই (ICSE)। জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে দুটি বোর্ড পরীক্ষা হবে। আইসিএসই ও আইএসসি (ISC) পরীক্ষা দুটি সিমেস্টারে হবে।
করোনা আবহে বাতিল হয়েছে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা।হয়নি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক।নম্বরের বিশেষ ফর্মুলার ওপর ভিত্তি করে হয়েছে মূল্যায়ন। কিন্তু ক্লাস কবে থেকে শুরু হবে তা এখনও অনিশ্চিত। এই প্রেক্ষিতে এবার সিবিএসই-র পথে হেঁটেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস ( সিআইএসসিই)। । বছরে দুটি বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই।গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সিআইএসসি জানিয়েছে, ২০২২ সালে যারা আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা দেবে, তাদের সিলেবাসের ভার অনেকটাই কমানো হয়েছে। বছরে একবার নয়, দু’বার হবে আইসিএসই ও আইএসসি-র বোর্ড পরীক্ষা। ৫০ শতাংশ করে সিলেবাসে হবে প্রতিটি সিমেস্টার। ২০২২-এর বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে ২০২১ সালেই। সিআইএসসিই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিএসই ও আইএসসি-র প্রথম সিমেস্টার হবে ২০২১-এর নভেম্বরে। পরীক্ষা নেওয়া হবে বাড়ি থেকে অনলাইনে। মার্চ-এপ্রিলে হবে দ্বিতীয় সিমেস্টার। সেই পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে তা নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। প্রজেক্ট ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে আগের নিয়মে। স্কুলের প্রশ্নে হবে নাইন ও ইলেভেনের পরীক্ষা।
অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও এক বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার জানিয়েছে, ২০২১ সালে যেভাবে সিলেবাস কমানো হয় এবং প্রশ্নের কাঠামো তৈরি হয়, সেই সিলেবাস ও প্রশ্নের কাঠামোতেই হবে ২০২২-এর উচ্চমাধ্যমিক। মিউজিক, হেলথ বা ফিজিক্যাল এডুকেশন ছাড়া বাকি সব পরীক্ষা হবে কমানো সিলেবাসে।কমানো সিলেবাসে হবে একাদশের বার্ষিক পরীক্ষাও।
কিছুদিন আগেই ২টি বোর্ড পরীক্ষার ফর্মুলা এনেছে সিবিএসই। এবার সেই পথে হেঁটেছে আর একটি দিল্লি বোর্ড। কিন্তু ২০২২-এর উচ্চমাধ্যমিক কবে হবে তা এখনও জানায়নি সংসদ।
Education Loan Information:
Calculate Education Loan EMI